আকাশ স্পোর্টস ডেস্ক:
১০৪৫ রান! তাও আবার অপরাজিত থেকে! চমকে উঠলেন? তাই হওয়ার কথা। কিন্তু এই অবিশ্বাস্য কাণ্ডটি করেছে ১৪ বছরের স্কুল ছাত্র তানিষ্ক গাভাতে। নভি মুম্বইয়ে স্থানীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে এ কৃর্তি গড়েন তানিস্ক। কোপারখাইরানিতে ‘যশবন্ত চভন ইংলিশ মিডিয়াম স্কুল’–এর খেলার মাঠে সেমিফাইনাল ম্যাচ চলছিল।
সোম ও মঙ্গলবার টানা ব্যাট করে তানিষ্ক। এই স্কুল ছাত্রের ইনিংসে রয়েছে ১৪৯টি চার এবং ৬৭টি ছয়। ৫১৫টি বল খেলেছেন। যশবন্ত চভন ইংলিশ মিডিয়াম স্কুলের হয়ে এই অবিশ্বাস্য ইনিংস খেলেছে তানিষ্ক। প্রণব ধানওয়াড়ের (১০০৯) রানের রেকর্ড কি তবে ভেঙে গেল? এই প্রশ্নটা অনেকের মনেই জাগছে।
কিন্তু আদতে তা নয়। কারণ, চোদ্দর তানিষ্ক যে টুর্নামেন্টে এই রান করেছে তা মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক স্বীকৃত নয়। তানিষ্কের কোচ মণীশ বলেছেন, ‘অন্য সময় ও দুইয়ে বা তিনে নামে। কিন্তু ও একদিন এসে বলল ওপেন করতে চায়। নেটে নতুন বলে ওকে প্রাকটিস করতে দেখি। আর কয়েকটা প্রাকটিস ম্যাচ খেলার পর বুঝলাম, ও পারবে।’
আকাশ নিউজ ডেস্ক 
























