অাকাশ জাতীয় ডেস্ক:
পুরান ঢাকায় কোতোয়ালী থানাধীন ইংলিশ রোডে শুক্রবার বিকালেসিএনজিচালিত অটোরিকশার নীচে পড়ে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পথচারি সুজন জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ইংলিশ রোডের চিত্রামহল সিনেমা হলের সামনে দৌঁড়ে রাস্তা পারাপারের সময় রোড ডিভাইডারে ধাক্কা লেগে শিশুটি সিএনজি অটোরিকশার নীচে পড়ে যায়। সিএনজি চালক আব্দুর রশিদ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৫টায় চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
রাত সাড়ে ৭টা পর্যন্ত শিশুটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। শিশুটির পরনে ছিল লাল রংয়ের গেঞ্জি ও থ্রি-কোয়াটার প্যান্ট।
আকাশ নিউজ ডেস্ক 

























