অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মামলা দেয়া হয়েছে, তা সারবক্তব্যহীন। তার মধ্যে ন্যূনতমও বিএনপি চেয়ারপারসনের সম্পর্ক নেই।
শুক্রবার বিকালে ফেনী সদর উপজেলা বিএনপির সভাপতি মরহুম সৈয়দ মিজানুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, জাল নথি, অসত্য তথ্য বানোয়াট বিভিন্ন অভিযোগ দায়ের করে হয়েছে তা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসনকে হয়রানি করার জন্য। এসব সাজানো মামলায় সরকারের উচ্চপর্যায়ের কোনো কারসাজি থাকলে, তা রাজনৈতিক ও আইনিভাবে মোকাবেলা করা হবে।
তিনি বলেন, খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন যাবে না বিএনপি। সহায়ক সরকার না করে শেখ হাসিনাকে নির্বাচনকালীন সরকারের প্রধান রেখে একতরফা নির্বাচনের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।
বিএনপির এ নেতা বলেন, দেশের মানুষ হচ্ছে বড় শক্তি। সে শক্তির সামনে সরকারের অশুভ কোনো ইচ্ছা পূরণ এখানে সম্ভব হবে না। খালেদা জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তাকে বাদ দিয়ে শেখ হাসিনা দেশে কোনো নির্বাচন করতে পারবেন না।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণবিচ্ছিন্ন সরকার, জনগণের ম্যান্ডেডবিহীন সরকার তারা এখন নির্ভর করেছে ছাত্রলীগের সন্ত্রাসীদের ওপর। তারা ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের ওপর কীভাবে হামলা করেছে, জামাকাপড় ছিঁড়ে দিচ্ছে তা দেশের জনগণ দেখেছে।
এ সময় কেন্দ্রীয় বিএনপি নেতা বেলাল আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টার, বিএনপি নেতা আলাল উদ্দিন আলাল, ফজলুর রহমান বকুল, আবদুল খালেক, যুবদল নেতা নাসির উদ্দিন খোন্দকার, ছাত্রদল নেতা আমান উদ্দিন কায়সার সাব্বির, এস এম কায়সার এলিন, মহিলা দল নেত্রী জাহানারা বেগমসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রুহুল কবির রিজভী সদর উপজেলা বিএনপির সভাপতি মরহুম সৈয়দ মিজানুর রহমানের কবর জিয়ারত শেষে সৈয়দ মিজানের বাড়িতে গিয়ে তার স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
আকাশ নিউজ ডেস্ক 




















