অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় একটি টিনশেডের বাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সোমবার দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার ও ক্ষয়ক্ষতির কারণ তিনি জানাতে পারেননি।
আকাশ নিউজ ডেস্ক 

























