ঢাকা ০১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান

ত্রিদেশীয় সিরিজে পুনর্গঠিত হতে চায় তিন দলই

আকাশ স্পোর্টস ডেস্ক:

স্বাগতিক বাংলাদেশ, সফরকারী শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে আগামীকাল শের-এ-বাংলা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। টাইগাররা সিরিজে ফেবারিট হিসেবে মাঠে নামলেও তিন দলের সামনেই রয়েছে নিজেদেরকে প্রমান ও পুনর্গঠনের সুযোগ।

সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরের হতাশাজনক পারফরমেন্স ভুলে গিয়ে নতুন ভাবে নিজেদেরকে মেলে ধরতে চায় কোচ বিহীন স্বাগতিক দল। আরেক দল শ্রীলঙ্কা নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে খারাপ একটি বছর কাটিয়েছে ২০১৭ সাল। এ সিরিজ দিয়ে তারাও পুনরায় নিজেদের মেলে ধরতে চায়। তৃতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরে একমাত্র টেস্টে পরাজিত হওয়া জিম্বাবুয়ে এ সিরিজ দিয়েই আগামী মার্চে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাই পর্বের জন্য প্রস্তুত হতে চায়।

গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজিত হওয়ার পর প্রথম হোম সিরিজ খেলতে নামছে বাংলাদেশ।

সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে খুবই ভাল করছে টাইগাররা। যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য- গতবছর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলা। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে বড় পরাজয়ের পর এখন তাদেরকে আবার জয়ের ধারায় ফিরতে হবে। ভাল ক্রিকেট খেলতে হবে। কিভাবে আরো ভাল করা যায় সে পথ খুঁজে বের করতে হবে।

অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘এই ত্রিদেশীয় টুর্নামেন্ট সত্যিকার অর্থেই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকা সফরের পর সকলেই আপসেট। এ সিরিজটি জিততে পারলে সব কিছুই পরিবর্তন আসবে।’

তবে হঠাৎ করেই কোচ চন্ডিকা হাতুরুসিংহের পদত্যাগের পর শ্রীলংকা চলে যাওয়ায় টাইগারদের জন্য কাজটা আরো কঠিন হয়ে গেছে বলে মনে হচ্ছে। এ টুর্নামেন্ট দিয়েই লঙ্কান কোচ হিসেবে অভিষেক হচ্ছে হাতুরুর।

সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে সাময়িকভাবে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। স্থায়ী কোচ নিয়োগের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।

শ্রীলঙ্কার টালমাটাল অবস্থা-

হাতাশাজনকভাবে একটি বছর কাটানোর পর সমস্যা জর্জরিত একটি দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছেন হাথুরুসিংহ। গত বছর ২৯টি ওয়ানডে ম্যাচে মাত্র ৫টিতে জয় পেয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা।

ছয় মাসের মধ্যেই দুইবার অধিনায়ক পরিবর্তন করেছে দেশটির ক্রিকেট কর্তৃপক্ষ। গত জুলাইয়ে অভিজ্ঞ অলরাউন্ডার এ্যাঞ্জেলো ম্যাথুজ পদত্যাগ করার পর লংকান ক্রিকেট দলটি অনেকটাই অর্থে সাগরে পড়ে যায়। শেষ দল হিসেবে খেলার যোগ্যতা অর্জন করা শ্রীলংকা ২০১৯ বিশ্বকাপের আগে ম্যাথুজকে পুনরায় সিমিতি ওভারের অধিনায়ক নির্বাচন করা হয়েছে। পক্ষান্তরে আগামীকাল সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে মোকাবেলা করতে যাওয়া আন্ডারডগ জিম্বাবুয়ে আগামী মার্চে বিশ্বকাপ বাছাই পর্ব আয়োজনের আগে নিজেদরকে নতুনভাবে প্রমান করতে চায়। গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরে চার দিনের প্রথম দিবা-রাত্রির টেস্টে মাত্র দুই দিনের মধ্যেই ইনিংস ও ১২০ রানে পরাজিত হয় জিম্বাবুয়ে। মাত্র ৯০৭ বল স্থায়ী হয়েছিল ম্যাচটি।

তবে ২০১৩ ও ২০১৫ সালের পর আন্তর্জাতিক এক দিনের ক্রিকেট ম্যাচ না খেলা ব্রেন্ডন টেইলর ও কাইল জার্ভিস দলে ফেরায় আত্মবিশ্বাসী থাকবে জিম্বাবুয়ে। লংগার ভার্সনে খেলার সুযোগ কম থাকায় জিম্বাবুয়ে সিমিত ওভারের ক্রিকেটেই বেশি মনোযোগী হবে বলে আভাস দিয়েছেন দেশটির কোচ হিথ স্ট্রিক। দুই সপ্তাহের এ টুর্নামেন্টে তিন দলের প্রত্যেকেই একে অপরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে। ২৭ জানুয়ারী ফাইনাল দিয়ে শেষ হবে সিরিজ।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিথুন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, আবুল হাসান রাজু, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, সানজামুল ইসলাম।

শ্রীলঙ্কা: এ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), উপুল তারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিজ, দিনেশ চান্ডিমাল, কুসল জেনিথ পেরেরা, ধিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, রিনোশান ডিকবেলা, সুরঙ্গ লাকমাল, নুয়ান প্রদীপ, দুশমন্ত চামিরা, শেহান মাদুশানাকা, আকিলা ধনঞ্জয়া, লক্ষন সান্দাকান, বানিদু হাসারাঙ্গা।

জিম্বাবুয়ে: গ্রায়েম ক্রেমার (অধিনায়ক),হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মির, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, রায়ান মাওে, টেন্ডাই চিসোরো, ব্রেন্ডন মাভুতা, ব্লেসিং মুজারাবানি, ক্রিস্টোফার মোফু, টেন্ডাই চাতারা, কাইল জার্ভিস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ত্রিদেশীয় সিরিজে পুনর্গঠিত হতে চায় তিন দলই

আপডেট সময় ১১:৫৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

স্বাগতিক বাংলাদেশ, সফরকারী শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে আগামীকাল শের-এ-বাংলা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। টাইগাররা সিরিজে ফেবারিট হিসেবে মাঠে নামলেও তিন দলের সামনেই রয়েছে নিজেদেরকে প্রমান ও পুনর্গঠনের সুযোগ।

সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরের হতাশাজনক পারফরমেন্স ভুলে গিয়ে নতুন ভাবে নিজেদেরকে মেলে ধরতে চায় কোচ বিহীন স্বাগতিক দল। আরেক দল শ্রীলঙ্কা নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে খারাপ একটি বছর কাটিয়েছে ২০১৭ সাল। এ সিরিজ দিয়ে তারাও পুনরায় নিজেদের মেলে ধরতে চায়। তৃতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরে একমাত্র টেস্টে পরাজিত হওয়া জিম্বাবুয়ে এ সিরিজ দিয়েই আগামী মার্চে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাই পর্বের জন্য প্রস্তুত হতে চায়।

গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজিত হওয়ার পর প্রথম হোম সিরিজ খেলতে নামছে বাংলাদেশ।

সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে খুবই ভাল করছে টাইগাররা। যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য- গতবছর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলা। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে বড় পরাজয়ের পর এখন তাদেরকে আবার জয়ের ধারায় ফিরতে হবে। ভাল ক্রিকেট খেলতে হবে। কিভাবে আরো ভাল করা যায় সে পথ খুঁজে বের করতে হবে।

অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘এই ত্রিদেশীয় টুর্নামেন্ট সত্যিকার অর্থেই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকা সফরের পর সকলেই আপসেট। এ সিরিজটি জিততে পারলে সব কিছুই পরিবর্তন আসবে।’

তবে হঠাৎ করেই কোচ চন্ডিকা হাতুরুসিংহের পদত্যাগের পর শ্রীলংকা চলে যাওয়ায় টাইগারদের জন্য কাজটা আরো কঠিন হয়ে গেছে বলে মনে হচ্ছে। এ টুর্নামেন্ট দিয়েই লঙ্কান কোচ হিসেবে অভিষেক হচ্ছে হাতুরুর।

সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে সাময়িকভাবে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। স্থায়ী কোচ নিয়োগের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।

শ্রীলঙ্কার টালমাটাল অবস্থা-

হাতাশাজনকভাবে একটি বছর কাটানোর পর সমস্যা জর্জরিত একটি দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছেন হাথুরুসিংহ। গত বছর ২৯টি ওয়ানডে ম্যাচে মাত্র ৫টিতে জয় পেয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা।

ছয় মাসের মধ্যেই দুইবার অধিনায়ক পরিবর্তন করেছে দেশটির ক্রিকেট কর্তৃপক্ষ। গত জুলাইয়ে অভিজ্ঞ অলরাউন্ডার এ্যাঞ্জেলো ম্যাথুজ পদত্যাগ করার পর লংকান ক্রিকেট দলটি অনেকটাই অর্থে সাগরে পড়ে যায়। শেষ দল হিসেবে খেলার যোগ্যতা অর্জন করা শ্রীলংকা ২০১৯ বিশ্বকাপের আগে ম্যাথুজকে পুনরায় সিমিতি ওভারের অধিনায়ক নির্বাচন করা হয়েছে। পক্ষান্তরে আগামীকাল সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে মোকাবেলা করতে যাওয়া আন্ডারডগ জিম্বাবুয়ে আগামী মার্চে বিশ্বকাপ বাছাই পর্ব আয়োজনের আগে নিজেদরকে নতুনভাবে প্রমান করতে চায়। গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরে চার দিনের প্রথম দিবা-রাত্রির টেস্টে মাত্র দুই দিনের মধ্যেই ইনিংস ও ১২০ রানে পরাজিত হয় জিম্বাবুয়ে। মাত্র ৯০৭ বল স্থায়ী হয়েছিল ম্যাচটি।

তবে ২০১৩ ও ২০১৫ সালের পর আন্তর্জাতিক এক দিনের ক্রিকেট ম্যাচ না খেলা ব্রেন্ডন টেইলর ও কাইল জার্ভিস দলে ফেরায় আত্মবিশ্বাসী থাকবে জিম্বাবুয়ে। লংগার ভার্সনে খেলার সুযোগ কম থাকায় জিম্বাবুয়ে সিমিত ওভারের ক্রিকেটেই বেশি মনোযোগী হবে বলে আভাস দিয়েছেন দেশটির কোচ হিথ স্ট্রিক। দুই সপ্তাহের এ টুর্নামেন্টে তিন দলের প্রত্যেকেই একে অপরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে। ২৭ জানুয়ারী ফাইনাল দিয়ে শেষ হবে সিরিজ।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিথুন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, আবুল হাসান রাজু, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, সানজামুল ইসলাম।

শ্রীলঙ্কা: এ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), উপুল তারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিজ, দিনেশ চান্ডিমাল, কুসল জেনিথ পেরেরা, ধিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, রিনোশান ডিকবেলা, সুরঙ্গ লাকমাল, নুয়ান প্রদীপ, দুশমন্ত চামিরা, শেহান মাদুশানাকা, আকিলা ধনঞ্জয়া, লক্ষন সান্দাকান, বানিদু হাসারাঙ্গা।

জিম্বাবুয়ে: গ্রায়েম ক্রেমার (অধিনায়ক),হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মির, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, রায়ান মাওে, টেন্ডাই চিসোরো, ব্রেন্ডন মাভুতা, ব্লেসিং মুজারাবানি, ক্রিস্টোফার মোফু, টেন্ডাই চাতারা, কাইল জার্ভিস।