অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ভূমিধসে ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসের কারণে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিএনএন।
খবরে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে বন্যা আর ভূমিধসের কারণে ধসে পড়েছে ঘরবাড়ি। বন্যার পানি রাস্তায় উঠে এসেছে। এতে সড়কপথে চলাচল বন্ধ হয়ে গেছে। এক হাজারের বেশি স্থানীয় বাসিন্দা শহর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় মন্টেসিটো শহর। এ শহরেই সবচেয়ে বেশি হতাহত হয়েছে বলে জানা গেছে।
আকাশ নিউজ ডেস্ক 



















