অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল সিএনজি ফিলিং স্টেশন এলাকায় সড়ক দুর্ঘটনায় আকাশ (২৮) নামে বাস চালক নিহত হয়েছেন।
রোববার (০৭ জানুয়ারি) দিনগত ১২টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ শরিয়তপুরের আবুল হোসেনের ছেলে। তিনি যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় থাকতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্স ইনচার্জ বাচ্চু মিয়া দৈনিক আকাশকে জানান, আকাশ পেশায় বাস চালক। রাতে মাতুয়াইলে বাসচাপায় আহত হলে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে সারোয়ার হোসেন নামে তার এক সহযোগী। পরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রাত একটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























