ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল ময়মনসিংহের ধোবাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যা কৌশলের অজুহাতে বিএনপি কোনো গোপন বেশ ধারণ করেনি: তারেক রহমান

আমি বঙ্গবন্ধু কন্যা জনকল্যাণ করছি, দুর্নীতি করতে আসিনি: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক অপবাদ দেওয়ার চেষ্টা করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা চ্যালেঞ্জ দিয়েছিলাম কোনও দুর্নীতি হয়নি। আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের কল্যাণে কাজ করতে এসেছি, দুর্নীতি করতে আসিনি।’ রবিবার (৩১ ডিসেম্বর) যশোর ঈদগাহ ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

পদ্মা সেতুর রেললাইন যশোর পর্যন্ত যাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বলেছিলাম পদ্মা সেতু নিজেদের অর্থায়নে করব, শুরু করেছি। সেতুর রেললাইন যশোর পর্যন্ত সংযোগ করে সেখানে থেকে খুলনা হয়ে মংলা পর্যন্ত যাবে। সেভাবেই কাজ করা হচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এবারের মৌসুমে অনেক বৃষ্টি হয়েছে। রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাট সারানোর জন্য সারা দেশে অঞ্চলভিত্তিক প্রকল্প পাস করে দিয়েছি। দ্রুত কাজও শুরু হয়ে যাবে। আমরা সবসময় চাই, দেশ যেন এগিয়ে যায়। ১ জানুয়ারি বিনামূল্যে বই বিতরণ করা হবে। বইয়ের বোঝা কমিয়ে দিয়েছি। লেখাপড়ার সুযোগ দিচ্ছি। ক্লাস ফাইভ ও এইটের পরীক্ষার ফল অনুযায়ী বৃত্তি দেওয়া হবে।’ বৃত্তির টাকা শিক্ষার্থীর মায়ের কাছে পাঠানো হয় বলেও তিনি উল্লেখ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমানের পর বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে আরেক জনপ্রিয় সংগীতশিল্পী

আমি বঙ্গবন্ধু কন্যা জনকল্যাণ করছি, দুর্নীতি করতে আসিনি: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক অপবাদ দেওয়ার চেষ্টা করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা চ্যালেঞ্জ দিয়েছিলাম কোনও দুর্নীতি হয়নি। আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের কল্যাণে কাজ করতে এসেছি, দুর্নীতি করতে আসিনি।’ রবিবার (৩১ ডিসেম্বর) যশোর ঈদগাহ ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

পদ্মা সেতুর রেললাইন যশোর পর্যন্ত যাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বলেছিলাম পদ্মা সেতু নিজেদের অর্থায়নে করব, শুরু করেছি। সেতুর রেললাইন যশোর পর্যন্ত সংযোগ করে সেখানে থেকে খুলনা হয়ে মংলা পর্যন্ত যাবে। সেভাবেই কাজ করা হচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এবারের মৌসুমে অনেক বৃষ্টি হয়েছে। রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাট সারানোর জন্য সারা দেশে অঞ্চলভিত্তিক প্রকল্প পাস করে দিয়েছি। দ্রুত কাজও শুরু হয়ে যাবে। আমরা সবসময় চাই, দেশ যেন এগিয়ে যায়। ১ জানুয়ারি বিনামূল্যে বই বিতরণ করা হবে। বইয়ের বোঝা কমিয়ে দিয়েছি। লেখাপড়ার সুযোগ দিচ্ছি। ক্লাস ফাইভ ও এইটের পরীক্ষার ফল অনুযায়ী বৃত্তি দেওয়া হবে।’ বৃত্তির টাকা শিক্ষার্থীর মায়ের কাছে পাঠানো হয় বলেও তিনি উল্লেখ করেন।