ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

এবার আর বাঙালি সাজ নয়, বলিউডের ঢংয়ে আনুশকা

আকাশ বিনোদন ডেস্ক:

দিল্লিতে লাল বেনারসী পরেছিলেন আনুশকা শর্মা, খোঁপায় ছিলফুল, সিঁথিতে সিদুর আর হাতভরা চুড়ি। বিরাট কোহলি পরেছিলেন পাঞ্জাবি ও চাদর।কিন্তু এক সপ্তাহের মাথায় মুম্বাই যেতেই সব উল্টে গেল। বলিউডের সব বড় বড় তারকা ও ক্রিকেটারদের মহামিলনে শেষ বিরুশকার বিয়ের আনুষ্ঠানিকতা।

মঙ্গলবার রাতের ওই অনুষ্ঠানে এ আর রহমান, শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, বোমান ইরানি, কঙ্গনা রনৌত, ভূমি পেদেনকার, লারা দত্ত, মহেশ ভূপতি, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, মহেন্দ্র সিং ধোনি, জহির খান, যুবরাজ, হরভজন সিংসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিয়ের শেষ অনুষ্ঠানে আনুশকা পরেছিলেন ধূসর রঙের লেহেঙ্গা, গলায় হীরের হার আর চুল ছিল খোলা। কোহলি পরেছেন সোনার বোতাম খচিত গাঢ় নীল রঙের গলাবন্ধ ও সিল্কের প্যান্ট।

সূত্র : এনডিটিভি ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার আর বাঙালি সাজ নয়, বলিউডের ঢংয়ে আনুশকা

আপডেট সময় ১২:৩১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭

আকাশ বিনোদন ডেস্ক:

দিল্লিতে লাল বেনারসী পরেছিলেন আনুশকা শর্মা, খোঁপায় ছিলফুল, সিঁথিতে সিদুর আর হাতভরা চুড়ি। বিরাট কোহলি পরেছিলেন পাঞ্জাবি ও চাদর।কিন্তু এক সপ্তাহের মাথায় মুম্বাই যেতেই সব উল্টে গেল। বলিউডের সব বড় বড় তারকা ও ক্রিকেটারদের মহামিলনে শেষ বিরুশকার বিয়ের আনুষ্ঠানিকতা।

মঙ্গলবার রাতের ওই অনুষ্ঠানে এ আর রহমান, শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, বোমান ইরানি, কঙ্গনা রনৌত, ভূমি পেদেনকার, লারা দত্ত, মহেশ ভূপতি, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, মহেন্দ্র সিং ধোনি, জহির খান, যুবরাজ, হরভজন সিংসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিয়ের শেষ অনুষ্ঠানে আনুশকা পরেছিলেন ধূসর রঙের লেহেঙ্গা, গলায় হীরের হার আর চুল ছিল খোলা। কোহলি পরেছেন সোনার বোতাম খচিত গাঢ় নীল রঙের গলাবন্ধ ও সিল্কের প্যান্ট।

সূত্র : এনডিটিভি ।