ঢাকা ০১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতার মালা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু

রাজসাক্ষী হতে চেয়ে যুদ্ধাপরাধী আবদুল লতিফের আবেদন

অাকাশ জাতীয় ডেস্ক:

নিজের দায় স্বীকার করে প্রথমবারের মতো রাজসাক্ষী হতে রাজী হয়েছেন মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ময়মনসিংহের আবদুল লতিফ। সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদনও করেছেন তিনি।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে তিনি এ আবেদন করেন। পরে ওই আবেদনের শুনানির জন্য আগামী ১৭ জানুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালে আবদুল লতিফের পক্ষে ছিলেন আইনজীবী শুকুর আলী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সাহিদুর রহমান ও রেজিয়া সুলতানা চমন।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির হয়ে আত্মসমর্পণ করেন আবদুল লতিফ। ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন, মুক্তিপণ ও মানবতাবিরোধী অপরাধের ৬টি অভিযোগ আনা হয়েছে। এ সংক্রান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দেয়া হবে। অভিযুক্ত এগারোজন আসামির মধ্যে ৯ জন গ্রেফতার আছেন। বাকি দুই জন পলাতক।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার কোনো আসামি এই প্রথমবার রাজসাক্ষী হওয়ার আবেদন করলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে শপিংমলে আগুন, ৫ জনের মৃত্যু

রাজসাক্ষী হতে চেয়ে যুদ্ধাপরাধী আবদুল লতিফের আবেদন

আপডেট সময় ১০:৪৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

নিজের দায় স্বীকার করে প্রথমবারের মতো রাজসাক্ষী হতে রাজী হয়েছেন মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ময়মনসিংহের আবদুল লতিফ। সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদনও করেছেন তিনি।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে তিনি এ আবেদন করেন। পরে ওই আবেদনের শুনানির জন্য আগামী ১৭ জানুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালে আবদুল লতিফের পক্ষে ছিলেন আইনজীবী শুকুর আলী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সাহিদুর রহমান ও রেজিয়া সুলতানা চমন।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির হয়ে আত্মসমর্পণ করেন আবদুল লতিফ। ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন, মুক্তিপণ ও মানবতাবিরোধী অপরাধের ৬টি অভিযোগ আনা হয়েছে। এ সংক্রান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দেয়া হবে। অভিযুক্ত এগারোজন আসামির মধ্যে ৯ জন গ্রেফতার আছেন। বাকি দুই জন পলাতক।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার কোনো আসামি এই প্রথমবার রাজসাক্ষী হওয়ার আবেদন করলেন।