অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর শ্যামপুরে লাকী টেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার ভোর ৪টার দিকে ওই মিলটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আট ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৬টা দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মাহমুদুল হক জানান, লাকী টেক্সটাইল মিলের ছয়তলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আট ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে সেখানে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরুপণের চেষ্টা চলছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
আকাশ নিউজ ডেস্ক 

























