ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস রাজনৈতিক পরিবর্তনে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে : ড্যান মজিনা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ‘অনিবার্য কারণে’ জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন স্থগিত যে দল ইসরাইলের টাকায় চলে সেই দলে আমি থাকতে পারি না: রেজা কিবরিয়া নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না, সবাই সহযোগিতা করলে শান্তিপূর্ণভাবে হয়ে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘সবাইকেই তো দেখলাম, এবার জামায়াতকে দেখব’,বক্তব্যের অন্তর্নিহিত গোমর ফাঁস করলেন হামিম গোপালগঞ্জে মা-বাবাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেফতার

জেরুজালেম ইস্যুতে দেখে নেয়ার হুমকি যুক্তরাষ্ট্রের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের জেরুজালেম ঘোষণা প্রত্যাহারের প্রস্তাবে বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটাভুটি হতে যাচ্ছে। প্রস্তাবে যেসব দেশ সম্মতি দেবে, তাদের প্রত্যেকের নাম টুকে নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে উপস্থাপন করার হুমকি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হ্যালি।

আরবদেশগুলো এবং অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) পক্ষ থেকে তুরস্ক ও ইয়েমেন গত মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি অধিবেশন আহ্বান করে এবং ট্রাম্পের জেরুজালেম ঘোষণা বাতিলের প্রস্তাব উত্থাপন করে।

বৃহস্পতিবার এ নিয়ে ভোটাভুটি হবে। এর আগে গত সোমবার ১৫ সদস্যবিশিষ্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একই বিষয়ে অনুষ্ঠিত ভোটে বাকি ১৪ সদস্যের সম্মতি মিললেও সবার বিপরীতে একা ভেটো দেয় যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যদের ভেটো দেওয়ার ক্ষমতা থাকলেও ১৯৩ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদে এ ধরনের কোনো সুযোগ নেই।

তুরস্ক ও ইয়েমেনের প্রস্তাব উত্থাপনের দিনই জাতিসংঘে নিযুক্ত বেশ কয়েকটি দেশের দূতকে চিঠি দিয়ে সতর্ক করে দেন সংস্থায় নিযুক্ত মার্কিন দূত হ্যালি। চিঠিতে তিনি লিখেছেন, প্রেসিডেন্ট (ট্রাম্প) এ ভোটের ওপর সতর্ক দৃষ্টি রাখবেন এবং তিনি অনুরোধ করেছেন, যেসব দেশ আমাদের বিরুদ্ধে ভোট দেবে, তাদের নামগুলো যেন আমি জানাই। এ ইস্যুতে প্রত্যেকটি ভোট আমরা খেয়াল রাখব।

কেবল জাতিসংঘ দূতদের চিঠি দিয়ে নয়, টুইটারে প্রকাশ্যে সতর্ক করে দিয়ে হ্যালি লিখেছেন, বৃহস্পতিবার আমাদের সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনা হবে। যুক্তরাষ্ট্র নামগুলো টুকে নেবে।

জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি দূত রিয়াদ মানসুর আজকের ভোটে জেরুজালেম ইস্যুতে ফিলিস্তিনের প্রতি বিপুল সমর্থন পাওয়ার প্রত্যাশা করছেন। সাংবাদিকদের তিনি বলেন, ভেটোর আতঙ্কমুক্ত হয়ে সাধারণ পরিষদ ঘোষণা করবে, আন্তর্জাতিক সম্প্রদায় (জেরুজালেমে প্রসঙ্গে) যুক্তরাষ্ট্রের একতরফা অবস্থানের প্রতি সম্মতি জানাতে অস্বীকার করছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি প্রদান ও ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেবেন বলে ঘোষণা দেন। এক সপ্তাহের মাথায় আরবদেশগুলোর মুখপাত্র ওআইসি পাল্টা ঘোষণায় পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ স্বাধীন ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় এবং বাকি বিশ্বকে এতে সম্মতি দেওয়ার আহ্বান জানায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেরুজালেম ইস্যুতে দেখে নেয়ার হুমকি যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ১২:২২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের জেরুজালেম ঘোষণা প্রত্যাহারের প্রস্তাবে বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটাভুটি হতে যাচ্ছে। প্রস্তাবে যেসব দেশ সম্মতি দেবে, তাদের প্রত্যেকের নাম টুকে নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে উপস্থাপন করার হুমকি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হ্যালি।

আরবদেশগুলো এবং অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) পক্ষ থেকে তুরস্ক ও ইয়েমেন গত মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি অধিবেশন আহ্বান করে এবং ট্রাম্পের জেরুজালেম ঘোষণা বাতিলের প্রস্তাব উত্থাপন করে।

বৃহস্পতিবার এ নিয়ে ভোটাভুটি হবে। এর আগে গত সোমবার ১৫ সদস্যবিশিষ্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একই বিষয়ে অনুষ্ঠিত ভোটে বাকি ১৪ সদস্যের সম্মতি মিললেও সবার বিপরীতে একা ভেটো দেয় যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যদের ভেটো দেওয়ার ক্ষমতা থাকলেও ১৯৩ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদে এ ধরনের কোনো সুযোগ নেই।

তুরস্ক ও ইয়েমেনের প্রস্তাব উত্থাপনের দিনই জাতিসংঘে নিযুক্ত বেশ কয়েকটি দেশের দূতকে চিঠি দিয়ে সতর্ক করে দেন সংস্থায় নিযুক্ত মার্কিন দূত হ্যালি। চিঠিতে তিনি লিখেছেন, প্রেসিডেন্ট (ট্রাম্প) এ ভোটের ওপর সতর্ক দৃষ্টি রাখবেন এবং তিনি অনুরোধ করেছেন, যেসব দেশ আমাদের বিরুদ্ধে ভোট দেবে, তাদের নামগুলো যেন আমি জানাই। এ ইস্যুতে প্রত্যেকটি ভোট আমরা খেয়াল রাখব।

কেবল জাতিসংঘ দূতদের চিঠি দিয়ে নয়, টুইটারে প্রকাশ্যে সতর্ক করে দিয়ে হ্যালি লিখেছেন, বৃহস্পতিবার আমাদের সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনা হবে। যুক্তরাষ্ট্র নামগুলো টুকে নেবে।

জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি দূত রিয়াদ মানসুর আজকের ভোটে জেরুজালেম ইস্যুতে ফিলিস্তিনের প্রতি বিপুল সমর্থন পাওয়ার প্রত্যাশা করছেন। সাংবাদিকদের তিনি বলেন, ভেটোর আতঙ্কমুক্ত হয়ে সাধারণ পরিষদ ঘোষণা করবে, আন্তর্জাতিক সম্প্রদায় (জেরুজালেমে প্রসঙ্গে) যুক্তরাষ্ট্রের একতরফা অবস্থানের প্রতি সম্মতি জানাতে অস্বীকার করছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি প্রদান ও ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেবেন বলে ঘোষণা দেন। এক সপ্তাহের মাথায় আরবদেশগুলোর মুখপাত্র ওআইসি পাল্টা ঘোষণায় পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ স্বাধীন ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় এবং বাকি বিশ্বকে এতে সম্মতি দেওয়ার আহ্বান জানায়।