অাকাশ জাতীয় ডেস্ক:
পুরান ঢাকার বিশেষ জজ আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার শুনানি শেষে রাজধানীতে আবার সহিংসতা করেছে বিএপির কর্মীরা। তাদের হামলায় পুলিশের পাঁচ জন সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
ওপুরান ঢাকার বকশিবাজারে বিশেষ জজ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের শেষ দিন হিসেবে নির্ধারিত ছিল আজ বৃহস্পতিবার। শুনানিতে অংশ নিতে সকালে আদালতে যান খালেদা জিয়া। কিন্তু তার আইনজীবীরা বক্তব্য শেষ করতে না পারায় পরে ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর আরও তিন দিন যুক্তি উপস্থাপনের সুযোগ দিয়েছেন বিচারক।
এই শুনানি শেষে খালেদা জিয়া ফেরার পর বিকালে হাইকোর্টের সামনে সামনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের মারামারির ঘটনা ঘটে।
বিএনপির নেতা-কর্মীরা হাইকোর্টের সামনে নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যদের ওপর ইটপাটকেল ছুড়ে বলে জানিয়েছে বাহিনীটি। এ সময় আহত হয় পাঁচ জন। তাদেরকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিএনপির পাঁচ কর্মীকে আটক করে পুলিশ। তারা বর্তমানে শাহবাগ থানায় রয়েছেন। তবে তাদের নাম বা পরিচয় প্রকাশ করেনি বাহিনীটি।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস দৈনিক আকাশকে বলেন, ‘আজকের ঘটনায় পাঁচজনকে আটকের কথা আমি শুনেছি। এরচেয়ে বেশি কিছু বলতে পারব না।’
এর আগে গত ১৯ ডিসেম্বর খালেদা জিয়া আদালতে হাজিরা শেষে হাইকোর্ট এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপির নেতা-কর্মীদের। সে সময় তারা বেশ কিছু গাড়ি ভাঙচুরও করে। সেদিন ১২ জনকে আটক করে পুলিশ। পরদিন আদালত থেকে হাজিরা দিয়ে খালেদা জিয়া বের হওয়ার পর আবার সংঘর্ষের ঘটনা ঘটে এবং পুলিশ ৩০ জনকে আটক করেছিল।
এর আগে গত ৬ ডিসেম্বরও খালেদা জিয়ার আদালতে হাজিরা শেষে হাইকোর্ট এবং সচিবালয় এলাকায় বেশ কিছু গাড়ি ভাঙচুর করে বিএনপির নেতা-কর্মীরা। আজ সকালে খালেদা জিয়া আদালতে উপস্থিত হওয়ার আগেই ব্যাপক নিরাপত্তার আয়োজন করে পুলিশ।
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, ‘পুলিশের উপরে ইটপাটকেল নিক্ষেপ করেছে বিএনপির লোকজন। এতে পাঁচজন পুলিশ আহত হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটকও করা হয়েছে। তবে কতজনকে আটক করা হয়েছে তার প্রকৃত সংখ্যা আমি বলতে পারব না।’
আকাশ নিউজ ডেস্ক 




















