অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে ফিলিস্তিনের রাজধানী পবিত্র জেরুসালেমে সফর করতে বারণ করেছে হামাস। আগামী বুধবার পেন্সের জেরুজালেম সফরের কথা রয়েছে। এর আগেই ফিলিস্তিনের প্রতিরোধ সংস্থা হামাস তাকে বারণ করল। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য হুসাম বাদরান এক বিবৃতিতে বলেন, মাইক পেন্সের জেরুজালেম হবে ফিলিস্তিনি জনগণকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়ার শামিল।
বাদরান ফিলিস্তিনের জনগণকে জেরুজালেম ও মসজিদে আকসাসহ সম্ভাব্য সব জায়গায় দখলদার ফিলিস্তিন বাহিনীবিরোধী বিক্ষোভ জোরদারের আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করেন। এ ঘোষণাকে ফিলিস্তিনসহ সমগ্র মুসলিম বিশ্ব প্রত্যাখ্যান করেছে।
ট্রাম্পের ঘোষণার পাল্টা পদক্ষেপ হিসেবে মুসলিম দেশগুলোর সবচেয়ে বড় জোট ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করেছে।
আকাশ নিউজ ডেস্ক 

























