ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোলাপবাগে প্রাইভেটকারের ধাক্কায় এক শিশু নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর গোলাপবাগ এলাকায় একটি প্রাইভেটকারের ধাক্কায় সাড়ে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। তার নাম কাউছার আহমেদ। শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাউছার আহমেদের স্বজনেরা বলেন, শিশুটির তার পরিবারের সঙ্গে গোলাপবাগের বিসি ভবনের সামনে একটি টিনসেট বাড়িতে থাকত। বিকাল পাঁচটার দিকে ঘর থেকে বাইরে গেলেই একটি প্রাইভেটকার তাকে দ্রুত ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে তাকে ঘোষণা করেন।

নিহত কাউছার আহমেদ কুমিল্লার মেঘনা থানার বড়কান্দি গ্রামের মোহাম্মদ সালাহউদ্দিনের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার বড়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, কাউছারের লাশ জরুরি বিভাগের মর্গে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোলাপবাগে প্রাইভেটকারের ধাক্কায় এক শিশু নিহত

আপডেট সময় ১১:৪৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর গোলাপবাগ এলাকায় একটি প্রাইভেটকারের ধাক্কায় সাড়ে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। তার নাম কাউছার আহমেদ। শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাউছার আহমেদের স্বজনেরা বলেন, শিশুটির তার পরিবারের সঙ্গে গোলাপবাগের বিসি ভবনের সামনে একটি টিনসেট বাড়িতে থাকত। বিকাল পাঁচটার দিকে ঘর থেকে বাইরে গেলেই একটি প্রাইভেটকার তাকে দ্রুত ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে তাকে ঘোষণা করেন।

নিহত কাউছার আহমেদ কুমিল্লার মেঘনা থানার বড়কান্দি গ্রামের মোহাম্মদ সালাহউদ্দিনের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার বড়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, কাউছারের লাশ জরুরি বিভাগের মর্গে রয়েছে।