অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
প্রথম নারী হিসেবে রিয়াদের দর্শক মাতালেন লেবানিজ গায়িকা হিবাহ্ তাওয়াজি। বুধবার সন্ধ্যায় রিয়াদের কিং ফাহাদ কালচারাল সেন্টারের মঞ্চে সুরের মুর্ছনায় দর্শক মাতিয়েছেন লেবানিজ গায়িকা হিবাহ্।
এ সময় তার বিভিন্ন সময়ের মঞ্চ কাঁপানো একাধিক শো প্রদর্শন করা হয়, যেগুলো সোশ্যাল মিডিয়ার পাশাপাশি সৌদি দর্শকদের ইতোমধ্যে হৃদয় কেড়েছে। এই বিশেষ কনসার্টে নারীদের উপস্থিতি ভিন্ন মাত্রা যোগ করার পাশাপাশি একটি উত্তেজনাপূর্ণ আবহ তৈরি করে। এ সময় নারীদের নিরাপত্তায় বিশেষ নজরদারি দেওয়া হয়।
বিশ্বে সৌদি আরবই একমাত্র দেশ, যেখানে নারীদের স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অনুমতি নেই। কিন্তু এখন তারা সে অনুমতি পেতে যাচ্ছেন। আগামী বছর থেকে সৌদি নারীরা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পারবেন। সৌদি আরবের প্রধান তিন শহর- রিয়াদ, জেদ্দাহ, দাম্মামের নারীরা এ অনুমতি পাচ্ছেন। এটা সৌদি নারীদের আরও একটু স্বাধীনতা পাওয়ার নতুন পদক্ষেপ। এর আগে গাড়ি চালানোর অনুমতি পান তারা।
গানের বিরতিতে তাওয়াজি চিৎকার করে বলেন, প্রথম বারের মতো আমি সৌদি আবরে গান গাইতে এসে যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি এবং সৌদির থিয়েটার’স মঞ্চে আমি প্রথম নারী শিল্পী হিসেবে নিজেকে সম্মানিত ও ধন্য মনে করছি। হিবাহ্ এ সময় তার সবচাইতে পছন্দের এবং সুন্দর গান পরিবেশন করেন। পাশাপাশি ফাইরাজ উম্মুল কুলথুম এবং সেলিন ডিওন’র নির্বাচিত গান গেয়ে সবাইকে চমকে দেন। এছাড়া তিনি প্রথাগত উপসাগরীয় নৃত্যের সঙ্গে সৌদি শ্রোতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
রিয়াদের মঞ্চে তাওয়াজি লেবাননের ইন্টারন্যাশনাল ডিজাইনার এলি সাবার ডিজাইন করা একটি জমকালো পোশাকে উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 

























