ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে: সিইসি ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে ওসমান হাদির পরিবার ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক : রিজভী নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান

প্রথম নারী হিসেবে রিয়াদে দর্শক মাতালেন লেবানিজ গায়িকা হিবাহ্

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রথম নারী হিসেবে রিয়াদের দর্শক মাতালেন লেবানিজ গায়িকা হিবাহ্ তাওয়াজি। বুধবার সন্ধ্যায় রিয়াদের কিং ফাহাদ কালচারাল সেন্টারের মঞ্চে সুরের মুর্ছনায় দর্শক মাতিয়েছেন লেবানিজ গায়িকা হিবাহ্।

এ সময় তার বিভিন্ন সময়ের মঞ্চ কাঁপানো একাধিক শো প্রদর্শন করা হয়, যেগুলো সোশ্যাল মিডিয়ার পাশাপাশি সৌদি দর্শকদের ইতোমধ্যে হৃদয় কেড়েছে। এই বিশেষ কনসার্টে নারীদের উপস্থিতি ভিন্ন মাত্রা যোগ করার পাশাপাশি একটি উত্তেজনাপূর্ণ আবহ তৈরি করে। এ সময় নারীদের নিরাপত্তায় বিশেষ নজরদারি দেওয়া হয়।

বিশ্বে সৌদি আরবই একমাত্র দেশ, যেখানে নারীদের স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অনুমতি নেই। কিন্তু এখন তারা সে অনুমতি পেতে যাচ্ছেন। আগামী বছর থেকে সৌদি নারীরা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পারবেন। সৌদি আরবের প্রধান তিন শহর- রিয়াদ, জেদ্দাহ, দাম্মামের নারীরা এ অনুমতি পাচ্ছেন। এটা সৌদি নারীদের আরও একটু স্বাধীনতা পাওয়ার নতুন পদক্ষেপ। এর আগে গাড়ি চালানোর অনুমতি পান তারা।

গানের বিরতিতে তাওয়াজি চিৎকার করে বলেন, প্রথম বারের মতো আমি সৌদি আবরে গান গাইতে এসে যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি এবং সৌদির থিয়েটার’স মঞ্চে আমি প্রথম নারী শিল্পী হিসেবে নিজেকে সম্মানিত ও ধন্য মনে করছি। হিবাহ্ এ সময় তার সবচাইতে পছন্দের এবং সুন্দর গান পরিবেশন করেন। পাশাপাশি ফাইরাজ উম্মুল কুলথুম এবং সেলিন ডিওন’র নির্বাচিত গান গেয়ে সবাইকে চমকে দেন। এছাড়া তিনি প্রথাগত উপসাগরীয় নৃত্যের সঙ্গে সৌদি শ্রোতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

রিয়াদের মঞ্চে তাওয়াজি লেবাননের ইন্টারন্যাশনাল ডিজাইনার এলি সাবার ডিজাইন করা একটি জমকালো পোশাকে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রথম নারী হিসেবে রিয়াদে দর্শক মাতালেন লেবানিজ গায়িকা হিবাহ্

আপডেট সময় ০৩:২৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রথম নারী হিসেবে রিয়াদের দর্শক মাতালেন লেবানিজ গায়িকা হিবাহ্ তাওয়াজি। বুধবার সন্ধ্যায় রিয়াদের কিং ফাহাদ কালচারাল সেন্টারের মঞ্চে সুরের মুর্ছনায় দর্শক মাতিয়েছেন লেবানিজ গায়িকা হিবাহ্।

এ সময় তার বিভিন্ন সময়ের মঞ্চ কাঁপানো একাধিক শো প্রদর্শন করা হয়, যেগুলো সোশ্যাল মিডিয়ার পাশাপাশি সৌদি দর্শকদের ইতোমধ্যে হৃদয় কেড়েছে। এই বিশেষ কনসার্টে নারীদের উপস্থিতি ভিন্ন মাত্রা যোগ করার পাশাপাশি একটি উত্তেজনাপূর্ণ আবহ তৈরি করে। এ সময় নারীদের নিরাপত্তায় বিশেষ নজরদারি দেওয়া হয়।

বিশ্বে সৌদি আরবই একমাত্র দেশ, যেখানে নারীদের স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অনুমতি নেই। কিন্তু এখন তারা সে অনুমতি পেতে যাচ্ছেন। আগামী বছর থেকে সৌদি নারীরা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পারবেন। সৌদি আরবের প্রধান তিন শহর- রিয়াদ, জেদ্দাহ, দাম্মামের নারীরা এ অনুমতি পাচ্ছেন। এটা সৌদি নারীদের আরও একটু স্বাধীনতা পাওয়ার নতুন পদক্ষেপ। এর আগে গাড়ি চালানোর অনুমতি পান তারা।

গানের বিরতিতে তাওয়াজি চিৎকার করে বলেন, প্রথম বারের মতো আমি সৌদি আবরে গান গাইতে এসে যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি এবং সৌদির থিয়েটার’স মঞ্চে আমি প্রথম নারী শিল্পী হিসেবে নিজেকে সম্মানিত ও ধন্য মনে করছি। হিবাহ্ এ সময় তার সবচাইতে পছন্দের এবং সুন্দর গান পরিবেশন করেন। পাশাপাশি ফাইরাজ উম্মুল কুলথুম এবং সেলিন ডিওন’র নির্বাচিত গান গেয়ে সবাইকে চমকে দেন। এছাড়া তিনি প্রথাগত উপসাগরীয় নৃত্যের সঙ্গে সৌদি শ্রোতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

রিয়াদের মঞ্চে তাওয়াজি লেবাননের ইন্টারন্যাশনাল ডিজাইনার এলি সাবার ডিজাইন করা একটি জমকালো পোশাকে উপস্থিত ছিলেন।