অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকায় একটি রডভর্তি ট্রাক ছিনতাই করে পালানোর সময় গণধোলাইয়ের শিকার হয়েছে দুইজন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে। পুলিশ তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
খিলগাঁও থানার উপপরিদর্শক জুয়েল দৈনিক আকাশকে বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে একটি রড বোঝাই করা ট্রাক ছিনিয়ে নিয়ে পালাচ্ছিল ওই যুবকেরা। তখন স্থানীয় লোকজন তাদের ধরে গণধোলাই দেয়। এতে তারা দুজনেই গুরুতর আহত হয়। পরে তাদের চিকিৎসার জন্য সকাল সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুজনের নাম-পরিচয় সম্পর্কে কিছুই জানা যায়নি। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলা দায়ের হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আকাশ নিউজ ডেস্ক 

























