অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপির ক্রীড়া সম্পাদক সাবেক ফুটবলার আমিনুল ইসলামকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার বেলা তিনটার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালত থেকে গুলশানের বাসায় যাওয়ার পথে হাইকোর্টের সামনে কদম ফোয়ারার কাছ থেকে তাকে আটক করা হয়।
প্রিজনভ্যানে থাকাবস্থায় আমিনুল ইসলাম নিজেই আটকের কথা দৈনিক আকাশকে জানিয়েছেন। তিনি বলেন, গোয়েন্দা পুলিশ আটক করে আমাকে প্রিজনভ্যানে রেখেছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার হাসান আরাফাত দৈনিক আকাশকে বলেন, দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরা শেষে সচিবালয় এলাকায় বেশ কিছু গাড়ি ভাঙচুর করেছে ছাত্রদল কর্মীরা। এ ঘটনায় ওই এলাকা থেকে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























