আকাশ বিনোদন ডেস্ক:
হালের জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন। তিনি এখন হলিউডের দিকে পা বাড়াচ্ছেন। হিট ছবির তালিকায় দীপিকাই শীর্ষ। তাইতো এখন দীপিকা মানেই বক্স অফিসের সাফল্য। বলিউডের আইকনও বলা হয় এই নায়িকাকে। তবে এই নায়িকার একটি বিষয় হয়তো আমরা কেউই জানিনা।
বলিউডের এই নায়িকা কিন্তু পড়াশোনায় মোটেও জবরদস্ত নয়। সেখানেই এই নায়িকার ব্যর্থতা। দীপিকা সম্প্রতি হেমা মালিনী-র বায়োগ্রাফি প্রকাশনার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। সেখানেই এই আবেদনময়ী নায়িকা এসব বললেন।
তিনি বলেন, কোনো দিন আমি কলেজে যাইনি। এমন কী আমি ১১ ও ১২ ক্লাসের পরে পড়াশোনাও করিনি। আমার পরিবারের মা-বাবা সবসময়ই আমার এই বিষয় নিয়ে অনেক চিন্তিত ছিলেন। আমাকে তারা অনেক কথাও শুনিয়েছেন। কিন্তু এখন তা কেবলই অতীত। আমার বর্তমানের সাফল্যে তারা এখন অনেক খুশি।
আকাশ নিউজ ডেস্ক 






















