ঢাকা ০২:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যুতের দাম বৃদ্ধি জনগণের ওপর হামলা: জাতীয় মুক্তি কাউন্সিল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিদ্যুতের দাম বৃদ্ধি সরকারের জন্য ‘মামুলি’ হলেও এটা আসলে জনগণের ওপর এক ধরনের হামলা বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেছেন, সরকার বিইআরসি-র নামে গণশুনানির এক নাটক করে আবারও বিদ্যুতের দাম বাড়িয়েছে।

বুধবার জাতীয় প্রেসক্লাবের এক বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয় মুক্তি কাউন্সিল।

ফয়জুল হাকিম বলেন, ‘মন্ত্রী-এমপি, উপদেষ্টারা লক্ষ টাকার বেতন সুযোগ-সুবিধা পেয়ে আরামে আছেন। শ্রমিকরা যারা পাঁচ হাজার ৩০০ টাকা পান তারা বাঁচবে কীভাবে? পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে চলেছে সরকারের সেদিকে নজর নেই।’

বিক্ষোভ সমাবেশে জাতীয় মুক্তি কাউন্সিলের নেতা পারভেজ লেনিন বলেন, ‘বিদ্যুতের দাম বাড়লে বাসভাড়া, পরিবহন ভাড়া, সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে জনগণের জীবন বিপর্যস্ত করবে। সেটা সরকারকে ভেবে দেখতে হবে।’

হেমন্ত দাশ তার বক্তব্যে বলেন, ‘সরকার সারাদেশে পুলিশি শাসন কায়েম করেছে, সভা সমাবেশে বাধা দিয়ে জনগণের কণ্ঠরোধ করে চলেছে। একে রুখে দাঁড়াতে হবে।’

জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন দেলওয়ার হোসেন, রিপন চাকমা, পারভেজ লেলিন ও হেমন্ত দাশ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুতের দাম বৃদ্ধি জনগণের ওপর হামলা: জাতীয় মুক্তি কাউন্সিল

আপডেট সময় ১২:৪৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

বিদ্যুতের দাম বৃদ্ধি সরকারের জন্য ‘মামুলি’ হলেও এটা আসলে জনগণের ওপর এক ধরনের হামলা বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেছেন, সরকার বিইআরসি-র নামে গণশুনানির এক নাটক করে আবারও বিদ্যুতের দাম বাড়িয়েছে।

বুধবার জাতীয় প্রেসক্লাবের এক বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয় মুক্তি কাউন্সিল।

ফয়জুল হাকিম বলেন, ‘মন্ত্রী-এমপি, উপদেষ্টারা লক্ষ টাকার বেতন সুযোগ-সুবিধা পেয়ে আরামে আছেন। শ্রমিকরা যারা পাঁচ হাজার ৩০০ টাকা পান তারা বাঁচবে কীভাবে? পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে চলেছে সরকারের সেদিকে নজর নেই।’

বিক্ষোভ সমাবেশে জাতীয় মুক্তি কাউন্সিলের নেতা পারভেজ লেনিন বলেন, ‘বিদ্যুতের দাম বাড়লে বাসভাড়া, পরিবহন ভাড়া, সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে জনগণের জীবন বিপর্যস্ত করবে। সেটা সরকারকে ভেবে দেখতে হবে।’

হেমন্ত দাশ তার বক্তব্যে বলেন, ‘সরকার সারাদেশে পুলিশি শাসন কায়েম করেছে, সভা সমাবেশে বাধা দিয়ে জনগণের কণ্ঠরোধ করে চলেছে। একে রুখে দাঁড়াতে হবে।’

জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন দেলওয়ার হোসেন, রিপন চাকমা, পারভেজ লেলিন ও হেমন্ত দাশ প্রমুখ।