আকাশ স্পোর্টস ডেস্ক:
মাশরাফি আক্রমণে থাকবেন, গেইল তাকে সঙ্গ দেবেন। অধিনায়কের ম্যাশের সঙ্গে তার রসায়নটা ভালোই জমে উঠেছে। চিটাগং ভাইকিংসের বিপক্ষে জয়ের পর নিজেকে গেইল `ম্যাশ` বলে দাবি করেছিলেন। আর ম্যাশকে বলেছিলেন, সেই ক্রিস্টোফার (গেইল)। ম্যাশও সেটা মেনে নিয়েছিলেন।
শুধু রংপুরের ম্যাশই হননি। এবার টাইগার অধিনায়ক ম্যাশের মতো তিনিও বাংলা বলা শুরু করে দিয়েছেন। সিলেটের বিপক্ষে জেতার পর দলের বাসে ফিরছিলেন গেইল। এই সময় তিনি আনন্দে নিজেকে `ম্যাশ` বলে দাবি করেছিলেন।
রংপুরের সমর্থকদের উদ্দেশ্যে গেইল বলেন, অাপু ভাই ম্যান অব দ্যা ম্যাচ (দলের স্পিনার নাজমুল ইসলাম অপু)। ক্রিস্টোফার ম্যাশ। ইনশাআল্লাহ। জয়ের লড়াই (রংপুরের স্লোগান)। দলের ফেসবুক পেজের লাইভে বাংলায় কথা বলতে দেখা গেছে তাকে।
আকাশ নিউজ ডেস্ক 
























