ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘একটি স্বার্থান্বেষী দল ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে’:রেজাউল করিম ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইলেন ধানের শীষে পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে : মির্জা আব্বাস বাংলাদেশি সন্দেহে ভারতে যুবককে পিটিয়ে হত্যা নতুন বিশ্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠছে তুরস্ক: এরদোগান জনগণ জেনে গেছে ‘হ্যা’ ভোট দেওয়া হলে দেশে স্বৈরাচার আর ফিরে আসবে না: প্রেস সচিব উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি: সালাহউদ্দিন আহমদ ধর্মকে পুঁজি করে চালানো অপচেষ্টা ও ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকুন: আমিনুল হক কেউ কেউ বসন্তকালে আইসা কুহু কুহু ডাক শুরু করে: জামায়াতের আমির ফ্যাসিবাদী ব্যবস্থার পর এই নির্বাচন ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন: নাহিদ ইসলাম

নায়িকা আইরিনের প্রেমিক নাঈম

আকাশ বিনোদন ডেস্ক:

হালের জনপ্রিয় টিভি অভিনেত্রী তাজি রহমান। বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্তা। মা গৃহিণী। বাবা মায়ের স্বপ্ন ছেলেটার কিছু হলে মেয়েটাকে বিয়ে দিয়ে গ্রামের বাড়ি চলে যাবেন। কিন্তু সেই কিছুটা আর হয় না।

পুরো সংসারের ব্যবহার ভার বহন করে তাজি। মা বাধ্য হয়ে পুরো সংসারটাকে আগলে আছেন বলা যায়। তাজির কর্মের সকল অংশ তার মা। নিজের বাড়ির কাজের লোকের মতো আচরণ মায়ের সঙ্গে। কিন্তু মায়ের কোনো কিছু বলার ভাষা থাকে না। কারণ পুরো পরিবারের উপার্জনক্ষণ ব্যক্তিটিই তাজি।

তাই মুখ বুজে সব সহইতে হচ্ছে। এদিকে তাজির একটা প্রেমিক আছে। সেও হালের জনপ্রিয় অভিনেতা। নাম রাসেল। একটু টাউট ধরনের। এদিকে মেয়ের বাজে আচরণ আর সহ্য করতে না পেরে তাজির বাবা মা গ্রামের বাড়ি চলে যান তাজিকে না বলে।

পুরো শহরে তাজি এখন একা। বাবা মায়ের মতো রাসেলও কী তাজিকে ছেড়ে চলে যাবে? সেই উত্তর মিলবে ‘মায়ের মতো আপন কেহ নাই’ শিরোনামের টেলিছবিতে। গোলাম রাব্বানীর রচনায় এটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।

সম্প্রতি উত্তরায় এর শুটিং সম্পন্ন হয়েছে। এতে তাজির চরিত্রে আইরিন আফরোজ ও রাসেল চরিত্রে দেখা যাবে নাঈমকে। এছাড়াও আছেন অরুণা বিশ্বাস, জিয়াউল হাসান কিসলু প্রমুখ।

টেলিফিল্মটি চ্যানেল আইতে প্রচার হবে ২৯ নভেম্বর বুধবার বিকেল ৩টা ৫ মিনিটে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীলংকায় শুটিং ফেলে কক্সবাজারে শাকিব খান

নায়িকা আইরিনের প্রেমিক নাঈম

আপডেট সময় ০৮:৩১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭

আকাশ বিনোদন ডেস্ক:

হালের জনপ্রিয় টিভি অভিনেত্রী তাজি রহমান। বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্তা। মা গৃহিণী। বাবা মায়ের স্বপ্ন ছেলেটার কিছু হলে মেয়েটাকে বিয়ে দিয়ে গ্রামের বাড়ি চলে যাবেন। কিন্তু সেই কিছুটা আর হয় না।

পুরো সংসারের ব্যবহার ভার বহন করে তাজি। মা বাধ্য হয়ে পুরো সংসারটাকে আগলে আছেন বলা যায়। তাজির কর্মের সকল অংশ তার মা। নিজের বাড়ির কাজের লোকের মতো আচরণ মায়ের সঙ্গে। কিন্তু মায়ের কোনো কিছু বলার ভাষা থাকে না। কারণ পুরো পরিবারের উপার্জনক্ষণ ব্যক্তিটিই তাজি।

তাই মুখ বুজে সব সহইতে হচ্ছে। এদিকে তাজির একটা প্রেমিক আছে। সেও হালের জনপ্রিয় অভিনেতা। নাম রাসেল। একটু টাউট ধরনের। এদিকে মেয়ের বাজে আচরণ আর সহ্য করতে না পেরে তাজির বাবা মা গ্রামের বাড়ি চলে যান তাজিকে না বলে।

পুরো শহরে তাজি এখন একা। বাবা মায়ের মতো রাসেলও কী তাজিকে ছেড়ে চলে যাবে? সেই উত্তর মিলবে ‘মায়ের মতো আপন কেহ নাই’ শিরোনামের টেলিছবিতে। গোলাম রাব্বানীর রচনায় এটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।

সম্প্রতি উত্তরায় এর শুটিং সম্পন্ন হয়েছে। এতে তাজির চরিত্রে আইরিন আফরোজ ও রাসেল চরিত্রে দেখা যাবে নাঈমকে। এছাড়াও আছেন অরুণা বিশ্বাস, জিয়াউল হাসান কিসলু প্রমুখ।

টেলিফিল্মটি চ্যানেল আইতে প্রচার হবে ২৯ নভেম্বর বুধবার বিকেল ৩টা ৫ মিনিটে।