আকাশ বিনোদন ডেস্ক:
হালের জনপ্রিয় টিভি অভিনেত্রী তাজি রহমান। বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্তা। মা গৃহিণী। বাবা মায়ের স্বপ্ন ছেলেটার কিছু হলে মেয়েটাকে বিয়ে দিয়ে গ্রামের বাড়ি চলে যাবেন। কিন্তু সেই কিছুটা আর হয় না।
পুরো সংসারের ব্যবহার ভার বহন করে তাজি। মা বাধ্য হয়ে পুরো সংসারটাকে আগলে আছেন বলা যায়। তাজির কর্মের সকল অংশ তার মা। নিজের বাড়ির কাজের লোকের মতো আচরণ মায়ের সঙ্গে। কিন্তু মায়ের কোনো কিছু বলার ভাষা থাকে না। কারণ পুরো পরিবারের উপার্জনক্ষণ ব্যক্তিটিই তাজি।
তাই মুখ বুজে সব সহইতে হচ্ছে। এদিকে তাজির একটা প্রেমিক আছে। সেও হালের জনপ্রিয় অভিনেতা। নাম রাসেল। একটু টাউট ধরনের। এদিকে মেয়ের বাজে আচরণ আর সহ্য করতে না পেরে তাজির বাবা মা গ্রামের বাড়ি চলে যান তাজিকে না বলে।
পুরো শহরে তাজি এখন একা। বাবা মায়ের মতো রাসেলও কী তাজিকে ছেড়ে চলে যাবে? সেই উত্তর মিলবে ‘মায়ের মতো আপন কেহ নাই’ শিরোনামের টেলিছবিতে। গোলাম রাব্বানীর রচনায় এটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।
সম্প্রতি উত্তরায় এর শুটিং সম্পন্ন হয়েছে। এতে তাজির চরিত্রে আইরিন আফরোজ ও রাসেল চরিত্রে দেখা যাবে নাঈমকে। এছাড়াও আছেন অরুণা বিশ্বাস, জিয়াউল হাসান কিসলু প্রমুখ।
টেলিফিল্মটি চ্যানেল আইতে প্রচার হবে ২৯ নভেম্বর বুধবার বিকেল ৩টা ৫ মিনিটে।
আকাশ নিউজ ডেস্ক 





















