আকাশ বিনোদন ডেস্ক:
স্টেজ শো, নতুন গান প্রকাশ, আর মেয়ে স্নেহাকে দেখাশোনা এবং তার পড়াশোনা ও গান শেখানো নিয়েই ব্যস্ততায় কাটছে লালনকন্যা সালমার সময়। বিশেষ করে স্টেজ শো’ নিয়েই তার ব্যস্ততা বেশি।
এ প্রসঙ্গে সালমা বলেন, ‘স্টেজই হচ্ছে শিল্পীদের আসল জায়গা। যেখানে সরাসরি গান শোনানো যায় শ্রোতাদের। ভালো, মন্দ, দোষ-ত্রুটি সব কিছু শ্রোতাদের সামনেই হয়। তাদের সাড়াটাও সরাসরি পাওয়া যায়। তাই আমি স্টেজে গাইতে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি। এটা আমার ভালোবাসার জায়গা।’
নতুন গানের খবর কী? এমন প্রশ্নে তিনি বলেন, নতুন বেশ কিছু গানের কাজ চলছে। কিছু গানের রেকর্ডিংও শেষ হয়েছে। ভিডিওর পরিকল্পনা করছি। শিগগিরই একটা একটা করে শ্রোতাদের জন্য প্রকাশ করব।
এছাড়াও সম্প্রতি ‘ঠোকর’ নামের একটি ছবিতে প্রথমবারের মতো আইটেম গান গাইলাম। আরও কয়েকটি গান নিয়ে কথা হচ্ছে। চলচ্চিত্রের প্লেব্যাক নিয়েও কথা হচ্ছে। শিগগিরই আরও ভালো ভালো গান প্রকাশ করতে পারব বলে আশা রাখি।
আকাশ নিউজ ডেস্ক 























