আকাশ বিনোদন ডেস্ক:
দেশে নেই মোশাররফ করিম। এক মাসের জন্য সস্ত্রীক চলে গেছেন মালয়েশিয়ায়। ১৭ নভেম্বর দেশ ত্যাগ করেন তিনি। আসবেন ১৫ ডিসেম্বর।
এমনিতেই প্রতি তিন মাস পর পর মালয়েশিয়া যান এ অভিনেতা। মূলত একমাত্র ছেলের চিকিৎসার জন্যই সেখানে যান তিনি। এবারও একই উদ্দেশ্যেই মালয়েশিয়ায় গেছেন।
এ এক মাস কোনো শুটিংয়ে নয়, ছেলের চিকিৎসা আর ঘোরাঘুরি করেই কাটাবেন। যারা মোশাররফ করিমকে নিয়ে গল্প বেঁধেছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এ তারকার আসার অপেক্ষায়।
কিছুদিন আগে জণ্ডিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ডাক্তার তাকে প্রায় মাসখানেক বিশ্রামে থাকতে বলেন।
তাই ছেলের চিকিৎসা আর নিজের অবসর সময় কাটাতেই এক মাস মালয়েশিয়ায় অবস্থান করবেন এ তারকা।
আকাশ নিউজ ডেস্ক 























