আকাশ বিনোদন ডেস্ক:
সম্প্রতি মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন ভারতের মানশি চিল্লার। গত শনিবার রাতে কঠোর নিরাপত্তার মধ্যে দেশে ফেরেছেন তিনি। তাকে দেখতে অসংখ্য মানুষ বিমানবন্দরে ভিড় জমায়।
ভারতীয় মিডিয়ায় প্রকাশিত খবরে বলা হয়, মানশি বিমানবন্দরে পৌঁছানোর আগে থেকেই তাকে অভ্যর্থনা জানানোর জন্য বিমানবন্দরে জমকালো প্রস্তুতি ছিল। সকাল থেকেই বিমানবন্দরে জড়ো হতে থাকে বহু মানুষ। মুম্বাই বিমানবন্দরে পা রাখতেই তাকে অভ্যর্থনা জানান তারা।
মানশিকে ফুলের মালা, কপালে চন্দনের টিপ পরিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় তিনি মাথায় পরেছিলেন বিশ্ব জয়ের মুকুট। দেশে ফেরার পর মানশি তার টুইটে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। টাইমস অব ইন্ডিয়া।
আকাশ নিউজ ডেস্ক 























