অাকাশ জাতীয় ডেস্ক:
বসুন্ধরা আবাসিক এলাকায় কোন রিকশাওয়ালা না যাবার অজুহাত দেখাতে পারবেন না, এমন নির্দেশনা দিয়ে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃপক্ষ দূরত্ব ভেদে ভাড়া নির্ধারণ করেছেন। লাগামহীন রিকশা ভাড়ার ভার কমাতে আবাসিক এলাকার বিভিন্ন পয়েন্টে নির্ধারিত ভাড়ার তালিকা সংবলিত সাইনবোর্ড বসানো হয়েছে।
নির্ধারিত তালিকা অনুযায়ী সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ৩৫ টাকা। বসুন্ধরা মেইন গেট থেকে গ্রামীণফোন অফিস ১০ টাকা, ব্যাংক এশিয়া ১৫ টাকা, আই ব্লোক নো এন্ট্রি পয়েন্ট ৩০ টাকা। এছাড়া বিশ্বরোড (রেলগেট) থেকে অ্যাপোলো হাসপাতাল ৩৫ টাকা ও মেহেদি মার্ট ৩০ টাকা। এভাবে পর্যায়ক্রমে আবাসিক এলাকার ভেতরের সব স্থানের ভাড়া নির্ধারণ করে দিয়েছে কর্তৃপক্ষ।
আকাশ নিউজ ডেস্ক 

























