অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
তুরস্ক থেকে গ্রিসের লেবোস দ্বীপে যাওয়ার পথে অতিরিক্ত যাত্রী বোঝাই শরণার্থীবাহী একটি নৌকায় ভিড়ে চাপা পড়ে ১০ বছর বয়সী এক আফগান বালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গ্রিক বার্তা সংস্থা এএনএ এ কথা জানিয়েছে।
এএনএ জানিয়েছে, ৬৬ জন যাত্রীবাহী নৌযানটির যাত্রীরা ইউরোপ সীমান্তে একটি টহল জাহাজ দেখতে পেলে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধরা পড়ে গেলে তাদের তুরস্কে ফেরত পাঠানো হবে এই আশঙ্কায় তাদের মধ্যে হুড়োহুড়ি সৃষ্টি হয়।
ছেলেটি তার বাবা-মা ও দুই ছোট বোনের সঙ্গে নৌযানে ছিল। যখন তার মা জানতে পারেন যে সে ভিড়ের চাপে মারা গেছে, তখন তিনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। কোস্টগার্ডের সদস্যরা তাকে উদ্ধার করে। খবর এএফপি’র।
তুরস্কের প্রতিবেদনের বরাত দিয়ে গ্রিক গণমাধ্যমে বলা হয়, ওই শিশু ও তার মা একটি তুর্কি শিক্ষক পরিবারের সদস্য। তারা উৎপীড়নের কারণে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 
























