অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
‘গোলাগুলি’র খবরে লন্ডনের অক্সফোর্ড সার্কাস টিউব স্টেশন খালি করে দেওয়া হয়েছে। পুলিশের ধারণা, ওই গোলাগুলির ঘটনা প্রকৃতপক্ষে সন্ত্রাসী হামলা। উদ্ভূত পরিস্থিতিতে অক্সফোর্ড স্ট্রিট সংলগ্ন এলাকার লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রান্সপোর্ট ফর লন্ডন জানিয়েছে, স্টেশনটি খালি করে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।
বিবিসি’র খবরে বলা হয়েছে, তাদের প্রতিনিধি ঘটনাস্থল থেকে পলায়নপর লোকজনকে পদদলিত হতে দেখেছেন। অনেকে হাতে থাকা বাজারের ব্যাগ ফেলে দৌড়ানো শুরু করেছেন। কেউ কেউ কান্নাকাটি শুরু করেছেন।
অক্সফোর্ড সার্কাস টিউব স্টেশনে গোলাগুলির খবরে অতিরিক্ত ভিড় এড়াতে সংলগ্ন বন্ড স্ট্রিট টিউব স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























