অাকাশ জাতীয় ডেস্ক:
অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়া ও আনুগত্য প্রকাশ না করার কারণেই মাদ্রাসা ছাত্র জিদানকে হত্যা করা হয় বলে জানিয়েছে র্যাব। মাদ্রাসার আরেক ছাত্র আবু বক্করই তাকে হত্যা করে বলেও জানায় তারা।
বুধবার সকালে রাজধানীর সদরঘাট এলাকা থেকে আসামি আবু বক্করকে গ্রেফতারের পর বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাবের পক্ষ থেকে এই দাবি করা হয়।
র্যাব আরও জানায়, গুলিস্তানের মদিনাতুল উলুম মাদ্রাসায় ৪ বছর ধরে হাফেজি পড়তো বরিশালের মেহেন্দিগঞ্জের ১৬ বছর বয়সী আবু বক্কর। একই মাদ্রাসাতে ২ বছর ধরে পড়ালেখা করছিল আব্দুর রহমান জিদান। আবাসিকে থাকা অবস্থায় জিদানকে অনৈতিক প্রস্তাব দেয় আসামি আবু বক্কর। তবে আবেদনে রাজি না হওয়ায় তকে হত্যা করা হয় বলে দাবি করে র্যাব।
আকাশ নিউজ ডেস্ক 

























