আকাশ বিনোদন ডেস্ক:
শুরুতেই সিনেমা, তারপর মডেলিং। মডেলিংয়ে জনপ্রিয়তা পেলেও অভিনয়ে নিয়মিত ছিলেন না এতদিন। এবার তাঁকে ধারাবাহিক নাটকে দেখা যাবে। ক্যারিয়ারের খুঁটিনাটি নিয়ে বৃষ্টি ইসলাম মুখোমুখি হয়েছেন বাংলা ইনসাইডারের।
বাংলা ইনসাইডার: শুরুটা যেভাবে…
বৃষ্টি ইসলাম: অভিনয়ে আসার ইচ্ছা ছিল না কখনোই। অনেকটা হঠাৎ করেই আসা। ফেসবুকে ছবি দেখে পরিচালক মাসুদুল হাসান প্রস্তাব দিলেন ‘সাফিয়া’ ছবিতে অভিনয়ের। অভিনয় তো দূরের কথা, ফটোশুট করারও কোন অভিজ্ঞতা ছিল না তখন। তরুণ-তরুণীর মিষ্টি দুষ্টু গল্প। পরিচালক জানালেন, সুন্দর সব গান থাকবে আর দারুণ সব লোকেশনে শুটিং হবে। আধুনিক টেকনোলজিতে বানানো হবে। ইচ্ছা না থাকলেও গল্প ও নির্মাণ পরিকল্পনা শুনে রাজি হয়ে গেলাম। দুঃখের বিষয় হলো, ৩০ শতাংশ শুটিং হওয়ার পর অজানা কারণে বন্ধ হয়ে যায় ছবিটির কাজ। ইউটিউবে প্রমোশনাল ভিডিও পর্যন্ত প্রকাশ পেয়েছিল। তারপর থেকে বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছি। বর্তমান সময়ের প্রায় সব ট্যালেন্টেড নির্মাতাদের সঙ্গেই কাজ করা হয়েছে।
বর্তমান ব্যস্ততা ?
মডেলিং তো করাই হচ্ছে। আসছে ভালবাসা দিবস উপলক্ষে কিছু নাটকে অভিনয় করার কথা চলছে। সবচেয়ে বড় কথা প্রথমবারের মতো মেগা ধারাবাহিকে অভিনয় করলাম। চ্যানেল আইয়ে জানুয়ারি থেকে প্রচার হবে। ধারাবাহিকটির নাম ‘সাত ভাই চম্পা’। সেক্ষেত্রে ভক্তরা এখন নিয়মিতই আমাকে পর্দায় পাবেন। এছাড়া বৈশাখি টেলিভিশনে একটা শো উপস্থাপনা করছি প্রতি শুক্রবার রাত ৯.২০ মিনিটে প্রচার হয়।
ক্যারিয়ারের উল্লেখযোগ্য কাজ?
গত রোজার ঈদে প্রচার হওয়া ‘মার্গারেট ও চন্ডিকথক’ নাটকটা বেশ প্রশংসা পায়। মোশাররফ করিম ভাইয়ের বিপরীতে প্রথমবারের মতো অভিনয়। খুব ভালো একটা কাজ ছিল সেটা। এছাড়া বিজ্ঞাপনের মধ্যে রবি, সেন্ট্রার ফ্রেশ, এসিআই সল্ট, ইগলো আইসক্রিম সহ আরও অনেক আছে। আর গানের ভিডিওর মধ্যে ইমরানের সঙ্গে ‘বাহুডোরে’ গানটি বেশ জনপ্রিয়তা পায়। এইতো কিছুদিন আগে গানটি এককোটি ভিউয়ার্স অতিক্রম করেছে। ওটাই ছিল আমার প্রথম কোন গানের ভিডিওর মডেল হওয়া। সর্বশেষ করলাম আরমান মালিকের ‘তোর কারনে’।
মডেলিংয়েই বেশি দেখা যায়, কারন কি?
আমি আসলে ক্যারিয়ারের শুরু থেকেই সিলেক্টিভ কাজ করতে চেয়েছি। এটা ভাল লাগার জায়গা। গনহারে করলে ভালবাসার জায়গাটা আর থাকবে না। আমার প্রথম কাজ সিনেমা হলেও আসলে টিভিসি থেকেই মূলত জনপ্রিয়তা পাওয়া শুরু করি। তাই মডেলিংয়ের প্রতি একটা ভালবাসা তৈরি হয়েছে। তবে বর্তমান সময়ে বলবো মডেলিংয়ের চেয়ে অভিনয়ের প্রতি ঝোক তৈরি হয়েছে। অভিনয়ে ভাল করার চেষ্টা চালাচ্ছি। আর এইজন্যই অভিনয়ে নিয়মিত হয়েছি। জানুয়ারী থেকে টেলিভিশনে আমার ফ্যানরা নিয়মিত পাবেন আশা করি।
বড় পর্দা নিয়ে কোনো ভাবনা?
বর্তমান সময়ে আমাদের দেশে এত ভাল সিনেমা হচ্ছে যে আগ্রহ বাড়িয়ে দিয়েছে। অনেক কাজের অফারও আসে। কিন্তু নিজের অভিনয় দক্ষতাটা আরও বাড়াতে চাই। প্রথম ছবিটা যেহেতু আলোর মুখ দেখলো না। এখন কোন ছবি করলে সেটা অবশ্যই স্পেশাল কিছু করার চেষ্টা করবো। তবে আপাতত না। মনমতো স্ক্রিপ্ট এবং গল্প পেলে কখনো করবো।
নতুন হিসেবে কখনো কোন সমস্যার সম্মুখীন হতে হয়েছে?
আমি ২০১৪ থেকে কাজ শুরু করি। মোটামুটি সব বড় পরিচালকের সঙ্গে কাজ করা হয়েছে। আমার কখনো পিছনে তাকাতে হয়নি। কখনো কোন সমস্যারও সম্মুখীন হতে হয়নি।
অবসর কীভাবে কাটাতে পছন্দ করেন?
শপিং করতে খুব পছন্দ করি। অবসর সময়টা বেশিরভাগ শপিংয়েই কাটাই। এছাড়া মুভি দেখা কিংবা বন্ধুদের সঙ্গে নতুন নতুন রেস্টুরেন্টে হ্যাঙ্গআউটও একটা নেশা।
কোন শখ…
নিজের ড্রেস নিজে ডিজাইন করতে পছন্দ করি। ।
ভবিষ্যৎ নিয়ে কোন ভাবনা?
আপাতত অভিনয় নিয়েই ভাবনা।
অভিনেত্রী ছাড়া অন্য কোন স্বপ্ন?
ওই যে বললাম ছোটবেলা থেকেই আমার ইচ্ছে ছিল ফ্যাশন ডিজাইনার হবো। কিন্তু পড়াশুনার চাপে ঠিকভাবে মনোযোগ দিতে পারিনি কখনো। আমার নিজের ড্রেস বেশিরভাগই আমার ডিজাইন করা। আমার ডিজাইন করা পোষাক অনলাইনে বেশ জনপ্রিয়ও। কিন্তু দু:খের কথা হলো আমার ডিজাইন করা পোষাকের ছবি বিভিন্ন পেইজে ব্যাবহার করে আমার পারমিশন ছাড়া। এগুলো দেখলে খুব বিরক্ত লাগে। কিন্তু কি বা করার! তবে ভবিষ্যতে ইচ্ছে আছে ফ্যাশন ডিজাইনার হিসেবে কিছু করার।
আকাশ নিউজ ডেস্ক 























