অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
লিবিয়া থেকে নাইজারে সরিয়ে নেয়া আফ্রিকান শরণার্থীদের স্বাগত জানাবে ফ্রান্স। জাতিসংঘ শরণার্থী সংস্থা এসব শরণার্থীদের উদ্ধার করে। সোমবার ফরাসি কর্মকর্তারা একথা জানান। উত্তর আফ্রিকান দেশটির বিভিন্ন শিবিরে করুণ অবস্থায় থাকার পর শরণার্থী বিষয়ক জাতিসংঘ হাই কমিশনার (ইউএনএইচসিআর) গত ১১ নভেম্বর এসব শরণার্থীকে নাইজারে নিয়ে যায়।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১৫ নারী ও চার শিশুসহ ইরিত্রিয়া, ইথিওপিয়া ও সুদানের ২৫ শরণার্থী জানুয়ারির শেষে ফ্রান্সে পৌঁছাবে। উল্লেখ্য, ইউরোপগামী অভিবাসন প্রত্যাশীদের কাছে লিবিয়া প্রধান রুট।
আকাশ নিউজ ডেস্ক 























