ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান নির্বাচনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে: সেনাপ্রধান বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কাঙ্ক্ষিত পর্যায়ে নেই: পররাষ্ট্র উপদেষ্টা হাদি হত্যা: ফয়সাল করিমের আরেক সহযোগী গ্রেফতার, ৬ দিনের রিমান্ড টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে বিজয়ী হলে প্রয়োজনে জীবন দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো : মামুনুল হক তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে অসুস্থ ফজলুর রহমান গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই : ড. মোশাররফ এবার দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

প্রথমবার অংশ নিয়েই ট্রফি দিমিত্রভের

আকাশ স্পোর্টস ডেস্ক:

টুর্নামেন্টে প্রথমবার অংশগ্রহণ করেই বাজিমাত করলেন বুলগেরিয়ান তারকা গ্রিগর দিমিত্রভ। ডেভিড গফিনকে হারিয়ে প্রথমবারের মতো এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের শিরোপা জিতলেন এ বুলগেরিয়ান। তিন সেটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে তিনি চ্যাম্পিয়ন হন।

১৯ বছরের মধ্যে দিমিত্রভ প্রথম খেলোয়াড় যিনি এই প্রথমবার অংশগ্রহণ করেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন। তার আগে ১৯৯৮ সালে এই কীর্তি গড়েছিলেন স্পেনের অ্যালেক্স কোরেতজা।

লন্ডনের ও২ অ্যারিনায় স্থানীয় সময় রোববার টেনিস পুরুষের ছয় নম্বর তারকা দিমিত্রভ মুখোমুখি হন সাত নম্বর তারকা গভিনের। যেখানে দিমিত্রভ জিতে নেন ৭-৫, ৪-৬ ও ৬-৩ সেটে।

এদিন প্রথম সেটে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৫৯ মিনিটের লড়াইয়ে ৭-৫ গেমে জেতেন দিমিত্রভ। তবে পরের সেটে ৬-৪ গেমে জিতে ম্যাচে ফেরেন বেলজিয়াম তারকা গফিন। কিন্তু শেষ সেটে ৬-৩ গেমে গফিনকে উড়িয়ে দিয়ে শেষ হাসি হাসেন দিমিত্রভ।

অসামান্য এই কীর্তি গড়ে দারুণ রোমাঞ্চিত গ্রিগর দিমিত্রভ। ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘কী করলাম? তা এখনও ভাবছি। এটা সত্যিই অসাধারণ। আমার জন্য অবিশ্বাস্য অর্জন। তবে আমার এখনও আরও অনেকই কিছুই দেওয়ার বাকি।’

এর আগে সেমিফাইনালে কিংবদন্তি রজার ফেদেরারকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিলেন গফিন। আর অন্য সেমিতে জ্যাক সককে হারান দিমিত্রভ। এ শিরোপা জয়ের ফলে তিন ধাপ এগিয়ে তিনে চলে এলেন দিমিত্রিভ। তার আগে এখন শুধুমাত্র রয়েছেন রাফায়েল নাদাল (শীর্ষে) ও ফেদেরার।

টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই হিসেবে খেলতে নেমেছিলেন ২৬ বছর বয়সী দিমিত্রভ। লন্ডনের ওটু অ্যারেনায় এবার একটি ম্যাচেও হারেননি তিনি। যে কারণে ১.৯ মিলিয়ন পাউন্ড অর্থ পুরস্কার পেয়েছেন মারিয়া শারাপোভার সাবেক এই প্রেমিক।

এটিপি ফাইনালসের শিরোপা উঁচিয়ে ধরায় দিমিত্রভের আত্মবিশ্বাস বেড়ে গেছে বহুগুনে। তার চোখ এখন গ্র্যান্ডস্লামে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান

প্রথমবার অংশ নিয়েই ট্রফি দিমিত্রভের

আপডেট সময় ১২:৫১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭

আকাশ স্পোর্টস ডেস্ক:

টুর্নামেন্টে প্রথমবার অংশগ্রহণ করেই বাজিমাত করলেন বুলগেরিয়ান তারকা গ্রিগর দিমিত্রভ। ডেভিড গফিনকে হারিয়ে প্রথমবারের মতো এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের শিরোপা জিতলেন এ বুলগেরিয়ান। তিন সেটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে তিনি চ্যাম্পিয়ন হন।

১৯ বছরের মধ্যে দিমিত্রভ প্রথম খেলোয়াড় যিনি এই প্রথমবার অংশগ্রহণ করেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন। তার আগে ১৯৯৮ সালে এই কীর্তি গড়েছিলেন স্পেনের অ্যালেক্স কোরেতজা।

লন্ডনের ও২ অ্যারিনায় স্থানীয় সময় রোববার টেনিস পুরুষের ছয় নম্বর তারকা দিমিত্রভ মুখোমুখি হন সাত নম্বর তারকা গভিনের। যেখানে দিমিত্রভ জিতে নেন ৭-৫, ৪-৬ ও ৬-৩ সেটে।

এদিন প্রথম সেটে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৫৯ মিনিটের লড়াইয়ে ৭-৫ গেমে জেতেন দিমিত্রভ। তবে পরের সেটে ৬-৪ গেমে জিতে ম্যাচে ফেরেন বেলজিয়াম তারকা গফিন। কিন্তু শেষ সেটে ৬-৩ গেমে গফিনকে উড়িয়ে দিয়ে শেষ হাসি হাসেন দিমিত্রভ।

অসামান্য এই কীর্তি গড়ে দারুণ রোমাঞ্চিত গ্রিগর দিমিত্রভ। ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘কী করলাম? তা এখনও ভাবছি। এটা সত্যিই অসাধারণ। আমার জন্য অবিশ্বাস্য অর্জন। তবে আমার এখনও আরও অনেকই কিছুই দেওয়ার বাকি।’

এর আগে সেমিফাইনালে কিংবদন্তি রজার ফেদেরারকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিলেন গফিন। আর অন্য সেমিতে জ্যাক সককে হারান দিমিত্রভ। এ শিরোপা জয়ের ফলে তিন ধাপ এগিয়ে তিনে চলে এলেন দিমিত্রিভ। তার আগে এখন শুধুমাত্র রয়েছেন রাফায়েল নাদাল (শীর্ষে) ও ফেদেরার।

টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই হিসেবে খেলতে নেমেছিলেন ২৬ বছর বয়সী দিমিত্রভ। লন্ডনের ওটু অ্যারেনায় এবার একটি ম্যাচেও হারেননি তিনি। যে কারণে ১.৯ মিলিয়ন পাউন্ড অর্থ পুরস্কার পেয়েছেন মারিয়া শারাপোভার সাবেক এই প্রেমিক।

এটিপি ফাইনালসের শিরোপা উঁচিয়ে ধরায় দিমিত্রভের আত্মবিশ্বাস বেড়ে গেছে বহুগুনে। তার চোখ এখন গ্র্যান্ডস্লামে।