ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক : রিজভী নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করব : মির্জা আব্বাস ইমান এনে কোনো লাভ নেই, এরা মুনাফিকি করে মানুষকে ভুল বুঝিয়ে ভোট চাচ্ছে: মির্জা ফখরুল বাড়িভাড়া কত বাড়ানো যাবে, কতদিন পর–নির্ধারণ করে দিল ঢাকা উত্তর সিটি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অটোরিকশা চালকরা বলছেন, তারা অসহায়

অাকাশ জাতীয় ডেস্ক:

অটোরিকশা মালিকদের বাড়তি ভাড়া নেওয়া বন্ধের দাবি করেছেন চালকরা। কেউ কেউ বলছেন, অবস্থার পরিবর্তন না হলে পেশা ছেড়ে গ্রামে ফিরে যাবেন।এই অবস্থার জন্য অটোরিকশা চালকদেরই দুষছেন বিআরটিএ চেয়ারম্যান মো. মশিয়ার রহমান।

তিনি রোববার বলেন, “তারা যদি মিটারে যায়, যাত্রীদের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট দূরত্বে যায় তাহলে যাত্রীরা অটোরিকশায় ঠিকই চড়বে। কিন্তু তারা তো গলাকাটা কাজ করে। এত এত জেল জরিমানা করার পরেও তাদের ঠিক করা যায়নি।”

অটোরিকশা ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধে দুই বছর আগে শ্রমিক, মালিকদের সম্মতিতে কিলোমিটার প্রতি ভাড়া ও দৈনিক জমার পরিমাণ পুনর্নির্ধারণ করে দেয় সরকার। ভাড়া প্রায় দ্বিগুণ করা হলেও কিছু দিনের মধ্যেই মিটারে যেতে অস্বীকৃতি জানাতে শুরু করেন চালকরা।

হালিম বলেন, ‘দেহেন না গাড়ি নিয়া ঘুরতাসি, খ্যাপ পাই না। কুড়িল মোড়ে দাঁড়াইয়া ছিলাম এক ঘণ্টা, এখন আবার এই দিকে ঘুরতাছি। জমাটমা দিয়া সারা দিনে দুই আড়াইশ ট্যাকার বেশি পাই না। ৫ হাজার ট্যাকা রুম ভাড়া দিয়া, বাজার কইরা পোষায় না। এ্যামনে চললে আমি তো বউ-বাচ্চা নিয়া গ্রামের বাড়ি যামুগা।”

তিনি বলেন, “মালিকরা এখন জমা নিতাছে ১ হাজার ট্যাকা। মালিক যদি ৩০০ ট্যাকা কম নিত তাইলেও চলতে পারতাম। তখন উবারওয়ালারা যেমনে ট্রিপ মারে আমরাও সেইভাবে মারতে পারতাম। জমা কমাইয়া না দিলে আমাদের পক্ষে টিকে থাকা সম্ভব হবে না। যেই পরিস্থিতি অইছে এই গাড়ি চালান ছাইড়া দিতে অইব।”

অ্যাপভিত্তিক পরিবহন সেবা চালুর পর অটোরিকশার ট্রিপ কমেছে বলে স্বীকার করলেও জমার টাকা কমাতে রাজি নন মালিকরা।ঢাকা মহানগর অটোরিকশা মালিক সমিতির সভাপতি বরকত উল্লাহ বুলু বলেন, “আমরা আপাতত ভাড়া কমাচ্ছি না। চালকরা যেন ট্রিপ বেশি পায় আমরা সেদিকে যাচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

অটোরিকশা চালকরা বলছেন, তারা অসহায়

আপডেট সময় ১২:২১:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

অটোরিকশা মালিকদের বাড়তি ভাড়া নেওয়া বন্ধের দাবি করেছেন চালকরা। কেউ কেউ বলছেন, অবস্থার পরিবর্তন না হলে পেশা ছেড়ে গ্রামে ফিরে যাবেন।এই অবস্থার জন্য অটোরিকশা চালকদেরই দুষছেন বিআরটিএ চেয়ারম্যান মো. মশিয়ার রহমান।

তিনি রোববার বলেন, “তারা যদি মিটারে যায়, যাত্রীদের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট দূরত্বে যায় তাহলে যাত্রীরা অটোরিকশায় ঠিকই চড়বে। কিন্তু তারা তো গলাকাটা কাজ করে। এত এত জেল জরিমানা করার পরেও তাদের ঠিক করা যায়নি।”

অটোরিকশা ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধে দুই বছর আগে শ্রমিক, মালিকদের সম্মতিতে কিলোমিটার প্রতি ভাড়া ও দৈনিক জমার পরিমাণ পুনর্নির্ধারণ করে দেয় সরকার। ভাড়া প্রায় দ্বিগুণ করা হলেও কিছু দিনের মধ্যেই মিটারে যেতে অস্বীকৃতি জানাতে শুরু করেন চালকরা।

হালিম বলেন, ‘দেহেন না গাড়ি নিয়া ঘুরতাসি, খ্যাপ পাই না। কুড়িল মোড়ে দাঁড়াইয়া ছিলাম এক ঘণ্টা, এখন আবার এই দিকে ঘুরতাছি। জমাটমা দিয়া সারা দিনে দুই আড়াইশ ট্যাকার বেশি পাই না। ৫ হাজার ট্যাকা রুম ভাড়া দিয়া, বাজার কইরা পোষায় না। এ্যামনে চললে আমি তো বউ-বাচ্চা নিয়া গ্রামের বাড়ি যামুগা।”

তিনি বলেন, “মালিকরা এখন জমা নিতাছে ১ হাজার ট্যাকা। মালিক যদি ৩০০ ট্যাকা কম নিত তাইলেও চলতে পারতাম। তখন উবারওয়ালারা যেমনে ট্রিপ মারে আমরাও সেইভাবে মারতে পারতাম। জমা কমাইয়া না দিলে আমাদের পক্ষে টিকে থাকা সম্ভব হবে না। যেই পরিস্থিতি অইছে এই গাড়ি চালান ছাইড়া দিতে অইব।”

অ্যাপভিত্তিক পরিবহন সেবা চালুর পর অটোরিকশার ট্রিপ কমেছে বলে স্বীকার করলেও জমার টাকা কমাতে রাজি নন মালিকরা।ঢাকা মহানগর অটোরিকশা মালিক সমিতির সভাপতি বরকত উল্লাহ বুলু বলেন, “আমরা আপাতত ভাড়া কমাচ্ছি না। চালকরা যেন ট্রিপ বেশি পায় আমরা সেদিকে যাচ্ছি।