ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে: সিইসি ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে ওসমান হাদির পরিবার ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক : রিজভী নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

ট্রাস্ট গঠন ও পরিচালনায় কোনো অনিয়ম হয়নি: খালেদা

অাকাশ জাতীয় ডেস্ক:

জিয়া অরফানেজ ট্রাস্ট গঠন ও পরিচালনায় কোনো অনিয়ম হয়নি বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালতে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে এ কথা বলেন তিনি।

আত্মপক্ষ সমর্থন বক্তব্যে এক পর্যায়ে খালেদা জিয়া আরেক দিন সময় চাইলে আদালত ২৩ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেন। এর আগে সকাল ১১টা ৪০ মিনিটে আদালতে পৌঁছেন তিনি। আত্মপক্ষ সমর্থন বক্তব্যে খালেদা জিয়া বলেন, ‘জনগণ থেকে বিচ্ছিন্ন করতে এসব মামলা।’

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘এতিম খানা স্থাপনের জন্য সৌদি আরব অনুদান দেয়। সে সময় আমার কোনো সংশ্লিষ্ট ছিল না। তাৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ এস এম মোস্তাফিজুর রহমান এ প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন। তিনি সব কিছু জানতেন।’

তিনি আরও বলেন, ‘কুয়েতের দেওয়া অনুদান দুই ভাগ করে দুটি ট্রাস্টে দেওয়া হয়। এক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি।’

খালেদা জিয়া বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার বা অন্য কারও লাভবান হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। দুটি ট্রাস্টে আমি কোনো পদে ছিলাম না এখনও নেই।’ তিনি বলেন, অনুদানের অর্থ আনা ও বিতরণে সঙ্গে ব্যক্তিগতভাবে তৎকালীন প্রধানমন্ত্রী হিসাবে আমার কোনো প্রকার সম্পৃক্ততা ছিল না।’

পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালতে মামলা দুটির বিচারকাজ চলছে। মামলা দুটির মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য রাখেন।

গত ১৫ জুলাই খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর ১২ অক্টোবর আদালত খালেদার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তিন মাস চিকিৎসা শেষে দেশে ফেরার পরদিন ১৯ অক্টোবর দুই মামলায় আত্মসমর্পণ করে জামিন পান খালেদা জিয়া। ওইদিন তিনি অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে বক্তব্য দেন। এরপর ২৬ অক্টোবর, ২ ও ৯ নভেম্বর বক্তব্য দেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাস্ট গঠন ও পরিচালনায় কোনো অনিয়ম হয়নি: খালেদা

আপডেট সময় ০২:৩১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

জিয়া অরফানেজ ট্রাস্ট গঠন ও পরিচালনায় কোনো অনিয়ম হয়নি বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালতে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে এ কথা বলেন তিনি।

আত্মপক্ষ সমর্থন বক্তব্যে এক পর্যায়ে খালেদা জিয়া আরেক দিন সময় চাইলে আদালত ২৩ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেন। এর আগে সকাল ১১টা ৪০ মিনিটে আদালতে পৌঁছেন তিনি। আত্মপক্ষ সমর্থন বক্তব্যে খালেদা জিয়া বলেন, ‘জনগণ থেকে বিচ্ছিন্ন করতে এসব মামলা।’

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘এতিম খানা স্থাপনের জন্য সৌদি আরব অনুদান দেয়। সে সময় আমার কোনো সংশ্লিষ্ট ছিল না। তাৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ এস এম মোস্তাফিজুর রহমান এ প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন। তিনি সব কিছু জানতেন।’

তিনি আরও বলেন, ‘কুয়েতের দেওয়া অনুদান দুই ভাগ করে দুটি ট্রাস্টে দেওয়া হয়। এক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি।’

খালেদা জিয়া বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার বা অন্য কারও লাভবান হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। দুটি ট্রাস্টে আমি কোনো পদে ছিলাম না এখনও নেই।’ তিনি বলেন, অনুদানের অর্থ আনা ও বিতরণে সঙ্গে ব্যক্তিগতভাবে তৎকালীন প্রধানমন্ত্রী হিসাবে আমার কোনো প্রকার সম্পৃক্ততা ছিল না।’

পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালতে মামলা দুটির বিচারকাজ চলছে। মামলা দুটির মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য রাখেন।

গত ১৫ জুলাই খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর ১২ অক্টোবর আদালত খালেদার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তিন মাস চিকিৎসা শেষে দেশে ফেরার পরদিন ১৯ অক্টোবর দুই মামলায় আত্মসমর্পণ করে জামিন পান খালেদা জিয়া। ওইদিন তিনি অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে বক্তব্য দেন। এরপর ২৬ অক্টোবর, ২ ও ৯ নভেম্বর বক্তব্য দেন তিনি।