আকাশ বিনোদন ডেস্ক:
তৈমুর আলী খান, সাইফ আলী ও কারিনা কাপুর খান দম্পতির ছেলে। ডিসেম্বরে এক বছর পূর্ণ হচ্ছে তার। পাতৌদি নবাব বংশের ছেলে সে। নবাব বাবার কাছ থেকে তাই উপহারটা যেনতেন হলে তো চলবে না।
ছেলের জন্য ১ কোটি ৩০ লাখ রুপির একটি গাড়ি কিনেছেন সাইফ। গত সোমবার সন্ধ্যায় একটি এসআরটি গাড়ি কেনেন সাইফ। সাইফ বলেন, গাড়ির পেছনের অংশে একটি বেবি-সিট রয়েছে, মাঝে মাঝে তৈমুরকে নিয়ে ঘুরতে বের হব।
১৪ নভেম্বর ভারতে শিশু দিবস, ছেলেকে কী উপহার দিলেন, সাংবাদিকদের এমন প্রশ্নের মুখোমুখি হলেছিলেন সাইফ।
জবাবে তিনি বলেন, আমি তাকে এই গাড়িটি উপহার দিচ্ছি। নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ এবং এ জন্য পেছনের দিকে একটি বেবি-সিট রয়েছে। মনে করছি, সুন্দর চেরি রঙের লাল জিপটি তৈমুর খুবই পছন্দ করবে। গাড়িটি আমি তৈমুরের জন্য রেখে দিব।
আকাশ নিউজ ডেস্ক 























