আকাশ বিনোদন ডেস্ক:
‘পদ্মাবতী’কে নিয়ে নতুন করে প্রচারের দরকার নেই। শুটিং শুরু থেকে ‘পদ্মাবতী’ নিয়ে যে পরিমাণ বিতর্ক চলছে তাতে এমনিতেই সর্বক্ষণের জন্য প্রচারের আঙিনায় উঠে আসছে বনশালির ‘পদ্মাবতী’।
সিনেমা নিয়ে ক্রমশ মানুষের উৎসাহ বাড়ছে। তাই সিনেমা ট্রেলার হোক কিংবা গান, ইউটিউবে এর ভিউ চরচর করে বাড়ছে।
শনিবারই মুক্তি পেয়েছে ‘পদ্মাবতী’র ‘এক দিল হ্যায়, এক জান হ্যায়’ গানটি। যেখানে শাহেদ-দীপিকার রসায়ন মুগ্ধ করছে। তারই মাঝে সামনে আনা হয়েছে আলাউদ্দিন খলজি রূপে রণবীরের হিংস্র চেহারার একটা পোস্টার। যা রীতিমত শিহরণ জাগাচ্ছে।
প্রসঙ্গত, শুক্রবারই প্রকাশ পেয়েছিল রাজা মহারাওয়ল রতন সিং রূপে শাহেদের নতুন পোস্টার। যাতে রাজকীয় অবতারে সামনে এসেছেন শাহেদ। তার সেই রূপ যতটাই রাজকীয় ও দীপ্ত ছিল, শনিবার সামনে আসা রণবীরের লুক ততাধিক হিংস্র।
আকাশ নিউজ ডেস্ক 






















