অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সৌদি প্রিন্সের হেলিকপ্টার নিশানা করা হয় বিন সালমানের নির্দেশেই। এমন এক চাঞ্চল্যকর প্রতিবেদনে মিডিল ইস্ট মনিটর বলছে, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে সৌদি সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে মেনে নেননি বিন মুকরিন। নিউ খালিজকে বরাত দিয়ে এমন তথ্য দাবি করছে মিডিল ইস্ট মনিটর। প্রিন্স বিন মুকরিন ও তার ঘনিষ্ট ৭ সহযোগীকে নিয়ে যে হেলিকপ্টারটি সৌদি আরব ছেড়ে যাচ্ছিল তা গুলি করে ভূপাতিত করা হয়।
বিশ্বস্ত সূত্রের উল্লেখ করে প্রতিবেদনটিতে বলা হয়েছে বিন মুকরিন সম্প্রতি ১ হাজার সৌদি প্রিন্সকে চিঠি দিয়ে বিন সালমানকে ক্রাউন্স প্রিন্সের পদ থেকে পদচ্যুত করতে ও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহবান জানায়। সূত্রটি আরো জানায়, বিন মুকরিনকে বহনকারী হেলিকপ্টারটি ভূপাতিত করে বিন সালমান এ পরিস্কার বার্তা দিলেন তার সমালোচক ও বিরোধীদের তিনি ছেড়ে কথা বলবেন না।
সৌদির একটি রাজপ্রাসাদে নিহত বিন মুকরিনের লাশ তার পিতা প্রিন্স মুকরিনকে বহন করতে দেখা যায় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। পিতার কাঁধে সন্ত্রানের লাশ পাথরের চেয়েও ভারী এ প্রবাদ বাক্যটির এক করুণ উদাহরণ হয়ে রয়েছে ছবিটি। গত সাত নভেম্বর তোলা হয় ছবিটি। ৫ নভেম্বর হেলিকপ্টারটি ভূপাতিত হলে বিন মুকরিন নিহত হন।
গত রোববার সন্ধ্যায় সৌদি মিডিয়া জানায় হেলিকপ্টার ভূপাতিত হয়ে সৌদি প্রিন্স মানসুর বিন মুকরিন ও সাত সহযোগী নিহত হয়েছেন যাদের মধ্যে সরকারি শীর্ষ কর্মকর্তা ছাড়াও একজন মেয়র ছিলেন। হেলিকপ্টারে তাদের ওঠার পূর্ব মুহূর্তের একটি প্রকাশ করেছে আল আরাবিয়া।
আকাশ নিউজ ডেস্ক 



















