ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা তারেক রহমানের জনসভাস্থলে নিরাপত্তা জোরদার ২০৫০ সালের মধ্যে তীব্র তাপদাহের শিকার হতে পারে বাংলাদেশসহ বিশ্বের অর্ধেক মানুষ গ্রিসে বিস্কুট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ জনের মৃত্যু ক্ষমতায় গেলে যশোর শহরকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে : জামায়াত আমির কেন্দ্র দখল করে ফলাফল আদায়ের কোনো সুযোগ নেই: ইসি সানাউল্লাহ এবারের রমজান গতবারের চেয়ে স্বস্তিদায়ক হবে: বাণিজ্য উপদেষ্টা নতুন ফ্যাসিস্ট শক্তির ঐক্য তৈরি হয়েছে: আসিফ মাহমুদ প্রবাসীরা বিদেশি বিনিয়োগ আনলে মিলবে নগদ প্রণোদনা ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে আনতে হবে: তারেক রহমান

জনভোগান্তি ও দুর্নীতি কমাতে ভূমি ব্যবস্থাপনায় বাস্তবসম্মত উদ্যোগ: ভূমিমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে জনভোগান্তি ও দুর্নীতি কমাতে ভূমি ব্যবস্থাপনায় বাস্তবসম্মত উদ্যোগ নেয়া হয়েছে। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থার কর্মকর্তা এবং দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন।

তিনি বলেন, ‘ভূমি মন্ত্রণালয় দুর্নীতির ব্যাপারে ইতোমধ্যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।’

ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি সচিব এম. এ জলিলের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. নাসির উদ্দিন আহমেদ, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মাহফুজুর রহমান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেন, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মো. আসাদুজ্জামান, পরিচালক সৈয়দ ইকবাল হোসেন, উপপরিচালক (মিডিয়া) প্রণব কুমার ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ভূমির উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে ইতোমধ্যে নানান পদক্ষেপ নেয়া হয়েছে। মাঠ পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে এবং মন্ত্রণালয়ের যাবতীয় কার্যাদি পদ্ধতিগতভাবে পরিচালনা করা হচ্ছে।

দুদক কমিশনার ড. নাসির উদ্দীন আহমেদ বলেন, ভূমি সম্পর্কিত ৭০টি গণশুণানী ও ১১টি কর্মশালার পর্যালোচনা থেকে বুঝা যায় সার্ভে সেটেলমেন্ট ও নামজারি করাতে এসে মানুষ অনেক ভোগান্তির শিকার হন। তিনি ভূমি অফিসগুলোতে হেল্প ডেস্ক খোলার পরামর্শ দেন।

ভূমি অফিস থেকে মানুষ ভালো আচরণ প্রত্যাশা করে উল্লেখ করে তিনি ভূমির দপ্তর প্রধানের সাথে সাধারণ মানুষের সরাসরি বৈঠকের ব্যবস্থা করা, সঠিক তথ্য প্রদান, সিটিজেন চার্টারভিত্তিক বিভিন্ন তথ্যাদি অফিসের সামনে টানিয়ে রাখা, ভূমি তথ্য সেবা মেলা বা সেবা সপ্তাহ চালু রাখা, প্রতি সপ্তাহে গণশুণানীর আয়োজন করা, দালালদের দৌরাত্ম কমাতে চিহ্নিত দালালদের ছবি অফিসের সামনে টানানোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী বলেন, ভূমি ব্যাংক করার পরিকল্পনা সরকারের রয়েছে। এ ব্যাংকের আওতায় সরকারি খাসজমি ও সরকারি অন্যান্য জমির হিসাব নিকাশ থাকবে। তিনি বলেন, সারাদেশে ৪৫টি উপজেলাকে ডিজিটালাইজড করার কাজ চলছে। এছাড়া ভূমি জোনিং প্রকল্পের কাজও চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জনভোগান্তি ও দুর্নীতি কমাতে ভূমি ব্যবস্থাপনায় বাস্তবসম্মত উদ্যোগ: ভূমিমন্ত্রী

আপডেট সময় ১০:১৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে জনভোগান্তি ও দুর্নীতি কমাতে ভূমি ব্যবস্থাপনায় বাস্তবসম্মত উদ্যোগ নেয়া হয়েছে। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থার কর্মকর্তা এবং দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন।

তিনি বলেন, ‘ভূমি মন্ত্রণালয় দুর্নীতির ব্যাপারে ইতোমধ্যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।’

ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি সচিব এম. এ জলিলের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. নাসির উদ্দিন আহমেদ, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মাহফুজুর রহমান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেন, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মো. আসাদুজ্জামান, পরিচালক সৈয়দ ইকবাল হোসেন, উপপরিচালক (মিডিয়া) প্রণব কুমার ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ভূমির উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে ইতোমধ্যে নানান পদক্ষেপ নেয়া হয়েছে। মাঠ পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে এবং মন্ত্রণালয়ের যাবতীয় কার্যাদি পদ্ধতিগতভাবে পরিচালনা করা হচ্ছে।

দুদক কমিশনার ড. নাসির উদ্দীন আহমেদ বলেন, ভূমি সম্পর্কিত ৭০টি গণশুণানী ও ১১টি কর্মশালার পর্যালোচনা থেকে বুঝা যায় সার্ভে সেটেলমেন্ট ও নামজারি করাতে এসে মানুষ অনেক ভোগান্তির শিকার হন। তিনি ভূমি অফিসগুলোতে হেল্প ডেস্ক খোলার পরামর্শ দেন।

ভূমি অফিস থেকে মানুষ ভালো আচরণ প্রত্যাশা করে উল্লেখ করে তিনি ভূমির দপ্তর প্রধানের সাথে সাধারণ মানুষের সরাসরি বৈঠকের ব্যবস্থা করা, সঠিক তথ্য প্রদান, সিটিজেন চার্টারভিত্তিক বিভিন্ন তথ্যাদি অফিসের সামনে টানিয়ে রাখা, ভূমি তথ্য সেবা মেলা বা সেবা সপ্তাহ চালু রাখা, প্রতি সপ্তাহে গণশুণানীর আয়োজন করা, দালালদের দৌরাত্ম কমাতে চিহ্নিত দালালদের ছবি অফিসের সামনে টানানোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী বলেন, ভূমি ব্যাংক করার পরিকল্পনা সরকারের রয়েছে। এ ব্যাংকের আওতায় সরকারি খাসজমি ও সরকারি অন্যান্য জমির হিসাব নিকাশ থাকবে। তিনি বলেন, সারাদেশে ৪৫টি উপজেলাকে ডিজিটালাইজড করার কাজ চলছে। এছাড়া ভূমি জোনিং প্রকল্পের কাজও চলছে।