আকাশ স্পোর্টস ডেস্ক:
ফ্রেঞ্চ লিগ ওয়ানে খেলেন নেইমার। এই লিগের অন্য একটি দলের স্ট্রাইকার মারিও বালোতেল্লি। তবে প্যারিস সেন্ত জার্মেই তারকা নেইমারের সঙ্গে দেখা করতে ছুটে গেলেন ফুটবলের ব্যাডবয় খ্যাত বালোতেল্লি। নিজের ইনস্টাগ্রাম পেজে দুজনের একটি ছবি পোস্ট করেন বালোতেল্লি।
এ সময় আবার নেইমার ব্যস্ত জাতীয় দল ব্রাজিল নিয়ে। যেখানে ফ্রান্সেই জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে লড়বে তিতের শিষ্যরা। এ ম্যাচের আগে পিএসজির মাঠ পার্ক দেস প্রিন্সেসে অনুশীলনও শুরু করে দিয়েছে সেলেকাওরা। শুক্রবার লিলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান।
২০১৬ সালে লিগ ওয়ানের দল নিসে যোগ দিয়ে দুর্দান্ত খেলছেন বালোতেল্লি। গত মৌসুমে অসাধারণ খেলার পর এ মৌসুমে ইতিমধ্যে ছয়টি গোল করেছেন ইতালিয়ান এ স্ট্রাইকার। অন্যদিকে ফর্মের তুঙ্গে রয়েছেন নেইমার।
আকাশ নিউজ ডেস্ক 

























