অাকাশ জাতীয় ডেস্ক:
আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী চূড়ান্ত করতে আগামী ১১ নভেম্বর সন্ধ্যা ৭টায় গণভবনে দলের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ ও মনোনয়ন বোর্ডের সভানেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
রংপুর সিটি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে আওয়ামী লীগ। গত ৭ নভেম্বর থেকে আগামী ১১ নভেম্বর দুপুর ১২টার মধ্যে ধানমন্ডিস্থ দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ধানমন্ডি, ঢাকা) আবেদপত্র জমা দেয়া যাবে।
আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভানেত্রী শেখ হাসিনা বরাবর আবেদন করতে বলা হয়েছে। আবেদনপত্রের সাথে প্রার্থীর জীবন বৃত্তান্ত ও দলীয় পরিচয়, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।
আকাশ নিউজ ডেস্ক 

























