ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল ময়মনসিংহের ধোবাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যা কৌশলের অজুহাতে বিএনপি কোনো গোপন বেশ ধারণ করেনি: তারেক রহমান

প্রাণ গ্রুপের ই-কমার্স প্র‌তিষ্ঠান অথবা ডট কমের বিরুদ্ধে উকিল নোটিশ

অাকাশ নিউজ ডেস্ক:

প্রাণ আরএফএল গ্রু‌পের ই-কমার্স প্র‌তিষ্ঠান অথবা ডট কমের মাধ্যমে অনলাই‌নে প‌ণ্যের অর্ডার এবং ক্রে‌ডিট কা‌র্ডে অগ্রিম মূল্য প‌রি‌শো‌ধের পরও পণ্য ডে‌লিভারি না করায় ১৭ জুলাই সোমবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উকিল নো‌টিশ পাঠিয়েছেন একজন গ্রাহক। তিনি অভিযোগ করে বলেছেন, পণ্য ডেলিভারি দিতে না পারলেও প্রতিষ্ঠানটি অগ্রিম নেওয়া অর্থও ফেরত দিচ্ছে না।

অথব ডট কমের ব্যবস্থাপনা পরিচালক বরাবর অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ারের পাঠানো উকিল নোটিশে লেখা হয়েছে, ‘গত ১১ জুলাই একটি ল্যাপটপ টেবিল, দুটি পিলো এবং দুই কেজি আমের অর্ডার আপনার অথবা ডট কমের এর মাধ্যমে প্রদান করি। আমার অর্ডার ২২৯৪ টাকা অনলাইনে ক্রেডিট কার্ডের মাধ্যমেও পরিশোধ করি।’

তিনি জানান, ‘১১ জুলাই সন্ধ্যায় আমার ০১৬*****৫১৮ নম্বরে ফোন করে অথবা ডট কম থেকে জানানো হয় ৪০০ টাকার আম ক্রয় না করলে আমের অর্ডার দেয়া সম্ভব হবে না। আমি তখন ৪০০ টাকার আমের অর্ডার করি এবং অথবা ডট কম থেকে অর্ডার নিশ্চিত করে বলা হয় আমটি ১২ জুলাই সকালে ডেলিভারি করা হবে এবং ডেলিভারি করার সময় বর্ধিত অর্ডারের মূল্য ক্যাশ নেয়া হবে।’

তবে পরের দিন তার কাছে এর কোন কিছুই আসেনি। শাহরিয়ার বলছেন, ‘পরের দিন আম, ল্যাপটপ টেবিল বা পিলো কোন কিছু সরবরাহ না করায় আমি ১৩ জুলাই বিকেলে অথবা ডট কমের গ্রাহকসেবা কেন্দ্রে অভিযোগ দিলে বলা হয় ১৫ জুলাই সকল পণ্য ডেলিভারি করা হবে। কিন্তু শনিবারেও দুপুর পর্যন্ত কোন পণ্য ডেলিভারি না হওয়াতে আমি ১৫ জুলাই বিকেলে আবারও অথবা ডট কমে ফোন করলে বিপ্লব নামে একজন ব্যক্তি জানান আম নাকি সরবরাহ করা সম্ভব নয়!’

বিপ্লব ওই গ্রাহককে জানান, আম যারা সরবরাহ করবে তাদের সঙ্গে নাকি চুক্তি শেষ। আর ল্যাপটপ টেবিল বা পিলো কবে পাওয়া যাবে সে ব্যাপারেও কোন সদুত্তর দিতে পারেনি।

খন্দকার হাসান শাহরিয়ার বলছেন, ‘আজ প্রায় এক সপ্তাহ হলো কিন্তু কোন পণ্য সরবরাহ বা অর্থ ফেরত প্রদান করেনি। এটি অথবা ডট কমের কেমন অনলাইন সেবা? গ্রাহককে হয়রানি করাই কি অথবা ডট কম এর উদ্দেশ্য?’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘উন্নত বিশ্বের কোন গ্রাহককে এমনভাবে হয়রানি করলে উক্ত প্রতিষ্ঠান অর্ডারকৃত পণ্য বিনামূল্যে সরবরাহের পাশাপাশি জরিমানাও প্রদান করে। অথচ অথবা ডট কম সম্পূর্ণ অর্থ অগ্রিম পরিশোধের পরও পণ্য সামগ্রী অর্ডার তো করছেই না বরং বারবার অভিযোগ করার পরেও সমস্যা সমাধানে কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করছে না প্রতিষ্ঠানটি।’

অথবা ডট কমের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো উকিল নোটিশে শাহরিয়ার লিখেছেন, ‘আপনাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে সকল পণ্য সরবরাহ এবং যে পণ্য সরবরাহ করা সম্ভব নয় তার সমুদয় অর্থ নগদে ফেরত প্রদানের পাশাপাশি যারা আমাকে হয়রানি করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করে লিখিতভাবে আমাকে অবহিত করবেন।’

তিনি আরও দাবি করে লিখেছেন, ‘একই সাথে আমাকে হয়রানি করার জন্য যথাযথ জরিমানাও প্রদান করবেন। অন্যথায় উক্ত সময় পর আপনার তথা আপনার অথবা ডট কম এর বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবো।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমানের পর বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে আরেক জনপ্রিয় সংগীতশিল্পী

প্রাণ গ্রুপের ই-কমার্স প্র‌তিষ্ঠান অথবা ডট কমের বিরুদ্ধে উকিল নোটিশ

আপডেট সময় ০৪:৩০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক:

প্রাণ আরএফএল গ্রু‌পের ই-কমার্স প্র‌তিষ্ঠান অথবা ডট কমের মাধ্যমে অনলাই‌নে প‌ণ্যের অর্ডার এবং ক্রে‌ডিট কা‌র্ডে অগ্রিম মূল্য প‌রি‌শো‌ধের পরও পণ্য ডে‌লিভারি না করায় ১৭ জুলাই সোমবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উকিল নো‌টিশ পাঠিয়েছেন একজন গ্রাহক। তিনি অভিযোগ করে বলেছেন, পণ্য ডেলিভারি দিতে না পারলেও প্রতিষ্ঠানটি অগ্রিম নেওয়া অর্থও ফেরত দিচ্ছে না।

অথব ডট কমের ব্যবস্থাপনা পরিচালক বরাবর অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ারের পাঠানো উকিল নোটিশে লেখা হয়েছে, ‘গত ১১ জুলাই একটি ল্যাপটপ টেবিল, দুটি পিলো এবং দুই কেজি আমের অর্ডার আপনার অথবা ডট কমের এর মাধ্যমে প্রদান করি। আমার অর্ডার ২২৯৪ টাকা অনলাইনে ক্রেডিট কার্ডের মাধ্যমেও পরিশোধ করি।’

তিনি জানান, ‘১১ জুলাই সন্ধ্যায় আমার ০১৬*****৫১৮ নম্বরে ফোন করে অথবা ডট কম থেকে জানানো হয় ৪০০ টাকার আম ক্রয় না করলে আমের অর্ডার দেয়া সম্ভব হবে না। আমি তখন ৪০০ টাকার আমের অর্ডার করি এবং অথবা ডট কম থেকে অর্ডার নিশ্চিত করে বলা হয় আমটি ১২ জুলাই সকালে ডেলিভারি করা হবে এবং ডেলিভারি করার সময় বর্ধিত অর্ডারের মূল্য ক্যাশ নেয়া হবে।’

তবে পরের দিন তার কাছে এর কোন কিছুই আসেনি। শাহরিয়ার বলছেন, ‘পরের দিন আম, ল্যাপটপ টেবিল বা পিলো কোন কিছু সরবরাহ না করায় আমি ১৩ জুলাই বিকেলে অথবা ডট কমের গ্রাহকসেবা কেন্দ্রে অভিযোগ দিলে বলা হয় ১৫ জুলাই সকল পণ্য ডেলিভারি করা হবে। কিন্তু শনিবারেও দুপুর পর্যন্ত কোন পণ্য ডেলিভারি না হওয়াতে আমি ১৫ জুলাই বিকেলে আবারও অথবা ডট কমে ফোন করলে বিপ্লব নামে একজন ব্যক্তি জানান আম নাকি সরবরাহ করা সম্ভব নয়!’

বিপ্লব ওই গ্রাহককে জানান, আম যারা সরবরাহ করবে তাদের সঙ্গে নাকি চুক্তি শেষ। আর ল্যাপটপ টেবিল বা পিলো কবে পাওয়া যাবে সে ব্যাপারেও কোন সদুত্তর দিতে পারেনি।

খন্দকার হাসান শাহরিয়ার বলছেন, ‘আজ প্রায় এক সপ্তাহ হলো কিন্তু কোন পণ্য সরবরাহ বা অর্থ ফেরত প্রদান করেনি। এটি অথবা ডট কমের কেমন অনলাইন সেবা? গ্রাহককে হয়রানি করাই কি অথবা ডট কম এর উদ্দেশ্য?’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘উন্নত বিশ্বের কোন গ্রাহককে এমনভাবে হয়রানি করলে উক্ত প্রতিষ্ঠান অর্ডারকৃত পণ্য বিনামূল্যে সরবরাহের পাশাপাশি জরিমানাও প্রদান করে। অথচ অথবা ডট কম সম্পূর্ণ অর্থ অগ্রিম পরিশোধের পরও পণ্য সামগ্রী অর্ডার তো করছেই না বরং বারবার অভিযোগ করার পরেও সমস্যা সমাধানে কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করছে না প্রতিষ্ঠানটি।’

অথবা ডট কমের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো উকিল নোটিশে শাহরিয়ার লিখেছেন, ‘আপনাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে সকল পণ্য সরবরাহ এবং যে পণ্য সরবরাহ করা সম্ভব নয় তার সমুদয় অর্থ নগদে ফেরত প্রদানের পাশাপাশি যারা আমাকে হয়রানি করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করে লিখিতভাবে আমাকে অবহিত করবেন।’

তিনি আরও দাবি করে লিখেছেন, ‘একই সাথে আমাকে হয়রানি করার জন্য যথাযথ জরিমানাও প্রদান করবেন। অন্যথায় উক্ত সময় পর আপনার তথা আপনার অথবা ডট কম এর বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবো।’