আকাশ স্পোর্টস ডেস্ক:
ড্রেসিংরুমে বসেই খেলা উপভোগ করলেন তামিম। ম্যাচ কতটুকু ভালো লেগেছে তা জানার উপায় না থাকলেও নিজ দলের জয়ে অবশ্যই ভালো লাগার কথা তার! তবে ম্যাচটি যেহেতু তার হোম দল চিটাগাং ভাইকিংসের বিপক্ষে, তখন ক্ষাণিকটা হলেও হোমের দলের পরাজয়ে কষ্ট পাওয়ার কথা তার। আগের বিপিএলের নিলামে বসে সে সময়ের নিজ দলে পছন্দের ক্রিকেটার নিয়েছিলেন। এবার আর সেটা করার সুযোগ ছিল না। কারণ নিজেই তো চিটাগাং ছেড়ে কুমিল্লাতে। এখন তো তার ধ্যানধারণাতে শুধু কুমিল্লা ভিক্টোরিয়ান্সই। প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে হারের পর এ ম্যাচের গুরুত্ব ছিল অন্যরকম। জয়ে মরিয়া ছিল তার দলও। কুমিল্লার সে মনোভাবের সামনে দাঁড়াতেই পারেনি চিটাগাং। মিসবাহ উল হকের দলের পরাজয় নিজস্ব প্রথম ম্যাচে।
এ ম্যাচে কুমিল্লা জিতেছে বেশ ব্যবধান রেখেই। দলের এ পরাজয়ে মিসবাহ অতটা হতাশ নন। তবে যে বিষয়টা হারের কারণ হিসেবে দেখছেন, সেটা মিডল অর্ডারের ব্যাটিং। ম্যাচ শেষে পাকিস্তানের তারকা এ ক্রিকেটার বলেন, ‘এ ম্যাচে আমাদের টার্গেট ছিল ১৮০ রান। কিন্তু সেটা আমরা করতে পারিনি। ম্যাচটা আমরা সেখানেই পিছিয়ে গিয়েছি। স্কোর একেবারেই (১৪৩/৭) সাদামাটা হয়ে গিয়েছিল। তবে মিডল অর্ডারের দায়িত্ব নেয়া উচিত ছিল। সেটা সম্ভব হয়নি। যার জন্যই স্কোরের ওই অবস্থা। তা ছাড়া টি-২০ ম্যাচে এত কম স্কোর নিয়ে লড়াই হয় না। ফলে প্রতিপক্ষরা একটু সহজেই জিতে গেছে ম্যাচ।’
তিনি দলের সূচনার কথা উল্লেখ করে বলেন, ‘আমাদের শুরু ভালো হয়েছিল। তিন ব্যাটসম্যান ভালো ব্যাটিং করেন। সমস্যা হয়েছে এর পরই।’ তিনি বলেন, ‘আমাদের পরস্পরের সাথে খুব দ্রুত মানিয়ে নিতে হবে। এটা একটু সময়সাপেক্ষ ব্যাপার। তবু যত দ্রুত একে অপরের সম্পর্কে জানব, ততই মঙ্গল। ব্যাটিং অর্ডারে মিডল অর্ডারে আরো দায়িত্বপূর্ণ ব্যাটিং করতে হবে আমাদের। আশা করি পরের ম্যাচ থেকে এ সমস্যাগুলো কাটিয়ে ওঠা সম্ভবপর হবে।’
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কত্বের দায়িত্ব আফগান ক্রিকেটার মোহাম্মাদ নবির কাঁধে। প্রথম ম্যাচে হারের পর জয়ে ফিরতে পেরে তিনিও বেশ খুশি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমরা আসলে কিছুটা প্রেসারের মধ্যে ছিলাম। এ ম্যাচে আমরা সেগুলো কাটিয়ে উঠতে পেরেছি।’
প্রতিপক্ষ ব্যাটিং লাইনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ওদের মিডল অর্ডারে আমাদের রশিদ, ব্রাভো এবং সাইফুদ্দিন অনেক ভালো বোলিং করেছেন। এটা ঠিক সবাই বুঝতে পেরেছিল ম্যাচের গুরুত্বের কথা। কারণ এ ম্যাচে জয়ে ফেরা প্রয়োজন ছিল। আমরা ব্যাটিং অর্ডার নিয়েও পরিকল্পনা করেছিলাম। সেটাতেও আমরা সফল হয়েছি।’
আকাশ নিউজ ডেস্ক 

























