ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থীর গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই : ড. মোশাররফ এবার দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলব: জামায়াত আমির হাসিনা যুগের সমাপ্তি? জয় বললেন ‘সম্ভবত তাই’ ‘দুলাভাই’ ‘দুলাভাই’ ধ্বনিতে মুখরিত সিলেটের আলিয়া মাঠ ভারতে টি-২০ বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত সরকারের বিপুল ভোটে জিতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা

পিএসজি ছেড়ে রিয়ালের দিকে ঝুঁকছেন নেইমার!‌

আকাশ স্পোর্টস ডেস্ক:

পিএসজিতে যাওয়ার মাত্র দু’‌মাসের মধ্যেই জানা গেল এমন খবর। নেইমার যে কোনও মুহূর্তে পিএসজি ছেড়ে দিতে পারেন।

কেন না নতুন ক্লাবে খুব একটা খুশিতে নেই তিনি। কাভানির সঙ্গে মনোমালিন্যই এর কারণ। তাই তিনি স্পেনে ফিরতে চাইছেন।

সূত্রের খবর, ইতোমধ্যে নেইমারের বাবা দেখা করেছেন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ‌ফিওরেন্তিনা পেরেজের সঙ্গে। তাও আবার ক্রিশ্চিয়ানো রোনালদোর পরিবর্ত হিসেবে ছেলে নেইমারের খেলার বন্দোবস্ত করতে। নেইমারের বাবার এই সাক্ষাতের খবর সামনে আসতেই কানাঘুষো শুরু হয়ে গেছে। মনে করা হচ্ছে নেইমার আবার লা লিগায় ফিরতে মরিয়া হয়ে উঠেছেন।

স্প্যানিশ পত্রিকা ‘‌মুন্ডো ডিপোর্টিভো’‌-এর খবর নেইমার সিনিয়র আর পেরেজ ব্রাজিলীয় এই ফুটবলার তারকার ট্রান্সফারের ব্যাপারেই কথা বলেছেন। ২০১৩ সালে নেইমারকে সান্টোস থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল রিয়েল।

কিন্তু সেই সময় তা পূর্ণতা পায়নি। কিন্তু নেইমারকে নেওয়ার জন্য বের্নাব্যুর দরজা যে চিরকালই খোলা, তা এবারে নেইমার সিনিয়রের রিয়ালের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করাতেই প্রমাণ পাওয়া গেল। এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে ২০২১ সালে রোনালদোর চুক্তি শেষ হলে তবেই নেইমারকে নেওয়া সম্ভব।

খবর যা রটে, তার কিছুটা তো বটে। তবে রোনালদো যদি রিয়াল ছাড়েনও, সেক্ষেত্রে কি রোনালদোর পরিবর্ত হিসেবে নেইমারকে পছন্দ হবে কিনা জিদানের, সেটিও অনে বড় প্রশ্ন হয়েই থাকবে। ‌ অনেক যদি, কিন্তু আছে। তবে নেইমার সিনিয়রের এই আচমকা রিয়াল প্রেসিডেন্টের সঙ্গে দেখা করাটা স্রেফ জল্পনা বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থীর

পিএসজি ছেড়ে রিয়ালের দিকে ঝুঁকছেন নেইমার!‌

আপডেট সময় ০৮:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭

আকাশ স্পোর্টস ডেস্ক:

পিএসজিতে যাওয়ার মাত্র দু’‌মাসের মধ্যেই জানা গেল এমন খবর। নেইমার যে কোনও মুহূর্তে পিএসজি ছেড়ে দিতে পারেন।

কেন না নতুন ক্লাবে খুব একটা খুশিতে নেই তিনি। কাভানির সঙ্গে মনোমালিন্যই এর কারণ। তাই তিনি স্পেনে ফিরতে চাইছেন।

সূত্রের খবর, ইতোমধ্যে নেইমারের বাবা দেখা করেছেন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ‌ফিওরেন্তিনা পেরেজের সঙ্গে। তাও আবার ক্রিশ্চিয়ানো রোনালদোর পরিবর্ত হিসেবে ছেলে নেইমারের খেলার বন্দোবস্ত করতে। নেইমারের বাবার এই সাক্ষাতের খবর সামনে আসতেই কানাঘুষো শুরু হয়ে গেছে। মনে করা হচ্ছে নেইমার আবার লা লিগায় ফিরতে মরিয়া হয়ে উঠেছেন।

স্প্যানিশ পত্রিকা ‘‌মুন্ডো ডিপোর্টিভো’‌-এর খবর নেইমার সিনিয়র আর পেরেজ ব্রাজিলীয় এই ফুটবলার তারকার ট্রান্সফারের ব্যাপারেই কথা বলেছেন। ২০১৩ সালে নেইমারকে সান্টোস থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল রিয়েল।

কিন্তু সেই সময় তা পূর্ণতা পায়নি। কিন্তু নেইমারকে নেওয়ার জন্য বের্নাব্যুর দরজা যে চিরকালই খোলা, তা এবারে নেইমার সিনিয়রের রিয়ালের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করাতেই প্রমাণ পাওয়া গেল। এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে ২০২১ সালে রোনালদোর চুক্তি শেষ হলে তবেই নেইমারকে নেওয়া সম্ভব।

খবর যা রটে, তার কিছুটা তো বটে। তবে রোনালদো যদি রিয়াল ছাড়েনও, সেক্ষেত্রে কি রোনালদোর পরিবর্ত হিসেবে নেইমারকে পছন্দ হবে কিনা জিদানের, সেটিও অনে বড় প্রশ্ন হয়েই থাকবে। ‌ অনেক যদি, কিন্তু আছে। তবে নেইমার সিনিয়রের এই আচমকা রিয়াল প্রেসিডেন্টের সঙ্গে দেখা করাটা স্রেফ জল্পনা বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।