অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন তার দেশের জনগণের মধ্যে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী সাদ হারিরি সৌদি আরব সফরে গিয়ে আকস্মিক পদত্যাগের ঘোষণা দেয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে এই আহ্বান জানালেন আউন। তিনি সোমবার বৈরুতের প্রেসিডেন্ট প্রাসাদে মন্ত্রিপরিষদ ও পদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান।
লেবাননের প্রেসিডেন্ট ওই বৈঠকে বলেন, নিরাপত্তা, অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা হচ্ছে দেশের রেড-লাইন এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগুলো রক্ষা করতে হবে।
গত শনিবার সৌদি আরব সফরে গিয়ে অপ্রত্যাশিতভাবে পদত্যাগের ঘোষণা দেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। নিজেদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কাসহ আরো কিছু কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
প্রেসিডেন্ট আউন বলেন, রাজনৈতিক নেতাদেরকেই দেশের ঐক্য ও নিরাপত্তা বজায় রাখতে ভূমিকা পালন করতে হবে। হারিরি দেশে ফিরে তাকে সরাসরি কারণ না দর্শানো পর্যন্ত তিনি হারিরির পদত্যাগপত্র গ্রহণ করবেন না।।
২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রথমবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির ছেলে সা’দ হারিরি। এরপর গত বছর আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 























