ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউজিল্যান্ডে ভয়াবহ ভূমিধস, বহু মানুষ নিখোঁজ, উদ্ধার অভিযান জোরদার তারেক রহমানের প্রথম নির্বাচনি জনসভা, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসমুদ্র ফ্যাসিস্ট গোষ্ঠী এখনো ওত পেতে আছে : উপদেষ্টা ফরিদা আখতার শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান নির্বাচনে ১০ দলীয় জোট সরকার গঠন করবে: ডা. তাহের সারা দেশে বিদ্রোহীদের বহিষ্কার করল বিএনপি, তালিকায় যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, ৬৯ হাজারের বেশি উত্তীর্ণ আমার প্রতিদ্বন্দ্বী নির্বাচন করতে নয়, বানচাল করতে এসেছেন : নুর বিশ্বকাপে খেলতে হলে ভারতেই যেতে হবে, সিদ্ধান্ত আইসিসির এবারের নির্বাচন যেন ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে: প্রধান উপদেষ্টা

বার্সেলোনায় রোনালদোর ‘গুপ্তচর‍’, মেসির ক্ষোভ!

আকাশ স্পোর্টস ডেস্ক:

মাঠে দুর্দান্ত সময় কাটছে বার্সেলোনার। লা লিগায় এখনো অপরাজিত। রিয়ালের বিপক্ষে সুপারকোপা হারের পর থেকে কোনো প্রতিযোগিতায় এখনো পরাজয়ের স্বাদ পায়নি আরনেস্তো ভালভের্দের শিষ্যরা। কিন্তু ড্রেসিং রুমে নাকি সবকিছু ঠিকঠাক নেই। বার্সেলোনায় পর্তুগিজ প্লে-মেকার আন্দ্রে গোমেজের ভবিষ্যৎ হয়ে পড়েছে অনিশ্চিত। আর এর পেছনে নাকি কলকাঠি নাড়ছেন স্বয়ং লিওনেল মেসি!

গেল মৌসুমে ভ্যালেন্সিয়া থেকে বার্সেলোনায় আসা গোমেজ বার্সেলোনার হাঁড়ির খবর ফাঁস করেছেন স্বদেশি রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে। এমনটাই নাকি তথ্য আছে মেসির কাছে। ক্লাব থেকে ফিরে গেলে জাতীয় দলের সবাই আবার এক হয়। তখন ক্লাবের ভেতরের খবর আড্ডার ছলে হলেও ফাঁস করা যাবে না। এটাই অলিখিত রেওয়াজ। মেসি মনে করেন, গোমেজ এই গোপনীয়তা মানেন না।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবরগুলো বিশ্বাস না-ও করতে পারেন। তবে যদি জানতে চান, সেখানকার সাংবাদিকেরা বলছেন, ‌‌‌‌গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে গোমেজকে বার্সা থেকে বিদায় করতে চেয়েছিলেন মেসি। বিষয়টি নিয়ে যে জল ঘোলা হয়েছে, তা পরিষ্কার। কারণ, গোমেজকে এর ব্যাখ্যা দিয়ে একবার বলতে হয়েছিল, ‘আমি মেসি বা ম্যানেজার ভালভের্দের বিরুদ্ধে কোনো কিছু বলিনি। এগুলো বানানো খবর। ভালভের্দে আর লিওকে আমি সম্মান করি।’

গোমেজ যা-ই বলুন না কেন, স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দিয়ারিও গোল’ দাবি করেছে মেসি আর গোমেজ নাকি এখন আর পরস্পরের চোখের দিকেই তাকান না। মেসির অসন্তুষ্টির কারণেই নাকি এই মৌসুমে ১১ ম্যাচে মাত্র একবার বার্সার মূল একাদশে সুযোগ পেয়েছেন সাবেক ভ্যালেন্সিয়া প্লে-মেকার। শীতকালীন দলবদলের বাজারেই তাঁকে বিক্রি করে দিতে চাপ দিচ্ছেন মেসি। লিগের গত ম্যাচে প্রথম একাদশে গোমেজকে রাখায় মেসি নাকি ক্ষুব্ধ।

গোমেজ নিজেও বার্সার ছন্দের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছেন না। এক ম্যাচ জ্বলে উঠলেও সেই ফুলকি আবার হারিয়ে যায়। সেটি তিনিও মানেন। তবে সহজে হাল ছাড়বেন না ইঙ্গিত দিয়ে গত মাসে বলেছিলেন, ‘বার্সেলোনার খেলোয়াড় হওয়া সবার কম্মো নয়। অতীতে আমি এখানে খুব কঠিন সময় পার করেছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বার্সেলোনায় রোনালদোর ‘গুপ্তচর‍’, মেসির ক্ষোভ!

আপডেট সময় ১২:০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭

আকাশ স্পোর্টস ডেস্ক:

মাঠে দুর্দান্ত সময় কাটছে বার্সেলোনার। লা লিগায় এখনো অপরাজিত। রিয়ালের বিপক্ষে সুপারকোপা হারের পর থেকে কোনো প্রতিযোগিতায় এখনো পরাজয়ের স্বাদ পায়নি আরনেস্তো ভালভের্দের শিষ্যরা। কিন্তু ড্রেসিং রুমে নাকি সবকিছু ঠিকঠাক নেই। বার্সেলোনায় পর্তুগিজ প্লে-মেকার আন্দ্রে গোমেজের ভবিষ্যৎ হয়ে পড়েছে অনিশ্চিত। আর এর পেছনে নাকি কলকাঠি নাড়ছেন স্বয়ং লিওনেল মেসি!

গেল মৌসুমে ভ্যালেন্সিয়া থেকে বার্সেলোনায় আসা গোমেজ বার্সেলোনার হাঁড়ির খবর ফাঁস করেছেন স্বদেশি রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে। এমনটাই নাকি তথ্য আছে মেসির কাছে। ক্লাব থেকে ফিরে গেলে জাতীয় দলের সবাই আবার এক হয়। তখন ক্লাবের ভেতরের খবর আড্ডার ছলে হলেও ফাঁস করা যাবে না। এটাই অলিখিত রেওয়াজ। মেসি মনে করেন, গোমেজ এই গোপনীয়তা মানেন না।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবরগুলো বিশ্বাস না-ও করতে পারেন। তবে যদি জানতে চান, সেখানকার সাংবাদিকেরা বলছেন, ‌‌‌‌গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে গোমেজকে বার্সা থেকে বিদায় করতে চেয়েছিলেন মেসি। বিষয়টি নিয়ে যে জল ঘোলা হয়েছে, তা পরিষ্কার। কারণ, গোমেজকে এর ব্যাখ্যা দিয়ে একবার বলতে হয়েছিল, ‘আমি মেসি বা ম্যানেজার ভালভের্দের বিরুদ্ধে কোনো কিছু বলিনি। এগুলো বানানো খবর। ভালভের্দে আর লিওকে আমি সম্মান করি।’

গোমেজ যা-ই বলুন না কেন, স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দিয়ারিও গোল’ দাবি করেছে মেসি আর গোমেজ নাকি এখন আর পরস্পরের চোখের দিকেই তাকান না। মেসির অসন্তুষ্টির কারণেই নাকি এই মৌসুমে ১১ ম্যাচে মাত্র একবার বার্সার মূল একাদশে সুযোগ পেয়েছেন সাবেক ভ্যালেন্সিয়া প্লে-মেকার। শীতকালীন দলবদলের বাজারেই তাঁকে বিক্রি করে দিতে চাপ দিচ্ছেন মেসি। লিগের গত ম্যাচে প্রথম একাদশে গোমেজকে রাখায় মেসি নাকি ক্ষুব্ধ।

গোমেজ নিজেও বার্সার ছন্দের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছেন না। এক ম্যাচ জ্বলে উঠলেও সেই ফুলকি আবার হারিয়ে যায়। সেটি তিনিও মানেন। তবে সহজে হাল ছাড়বেন না ইঙ্গিত দিয়ে গত মাসে বলেছিলেন, ‘বার্সেলোনার খেলোয়াড় হওয়া সবার কম্মো নয়। অতীতে আমি এখানে খুব কঠিন সময় পার করেছি।’