অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। মঙ্গলবারের এই হামলায় আহত হয়েছে আরো ১৩ জন।
কাবুল পুলিশের মুখপাত্র জানিয়েছে, হামলাকারী আনুমানিক ১২-১৩ বছরের কিশোর। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।
প্রত্যক্ষদর্শীর বরাতে আফগানিস্তানের টোলো বার্তা সংস্থা জানিয়েছে, আমি ঘটনাস্থল থেকে ১০০ মিটার দূরে ছিলাম। আমি ঘটনাস্থলে দৌড়ে গিয়ে দেখি অনেক মানুষ রক্তে মাখামাখি হয়ে পড়ে আছে। একজনের মাথায় আঘাত লেগেছে, কিন্তু তখনো হাত পা নড়ছিল। এটা ছিল ভয়াবহ একটা দৃশ্য। বিবিসি।
আকাশ নিউজ ডেস্ক 
























