আকাশ বিনোদন ডেস্ক:
সম্প্রতি বিবাহবার্ষিকী ঘরোয়াভাবে পালন করেন তারকা দম্পতি নাঈম ও শাবনাজ। এছাড়াও ২৯ অক্টোবর ছিলো শাবনাজের জন্মদিন। বিশেষ এই দিনটি কোনরকম আনন্দ, উৎসব ছাড়া কেটে যাবে এমনটা হতে দেয়া যায়না বলেই জন্মদিনের দিন দুপুরে মুঠোফোনে নাইম কয়েকজনকে রাতের খাবারের নিমন্ত্রণ করেন।
নাইমের সেই নিমন্ত্রণে শাবনাজকে সারপ্রাইজ দিতে উপস্থিত হয়েছিলেন বেশ কয়েকটি চলচ্চিত্রে তার নায়ক অমিত হাসান, আমিন খান ও রিয়াজ। সেইসাথে এই তিন নায়কের সহধর্মিনী লাবনী, স্নিগ্ধা ও টিনাও উপস্থিত হয়েছিলেন।
এক সময় বড়পর্দায় নিয়মিত এই তারকাদের একসাথে আড্ডা দেওয়া হয় না অনেকদিন। তাই বলা যায় অনেকদিনের জমানো আড্ডা ছিল এই দিনটিতে।
শাবনাজ বলেন, ‘হঠাৎ করে এমন আয়োজনের পুরো কৃতিত্ব আসলে নাইমের। আমি জানি সবাই যার যার কাজে খুব ব্যস্ত, তারপরও নিজেদেরকে একই পরিবারের সদস্য ভেবে আমার জন্মদিনটিকে বিশেষায়িত করে তোলার জন্য সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
আকাশ নিউজ ডেস্ক 























