ঢাকা ০১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতার মালা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু

এবার স্টেডিয়ামে খেলা দেখার অনুমতি পেলো সৌদি নারীরা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আগামী বছর থেকে স্টেডিয়ামে গিয়ে বিভিন্ন খেলাধুলা উপভোগ করতে পারবেন সৌদি নারীরা। রোববার যুগান্তকারী এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে সৌদি কর্তৃপক্ষ। অতীতে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি ছিল না কোনো নারীর।

নারীদের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে রক্ষনশীল এই দেশে দীর্ঘ সময় ধরে ক্রীড়াঙ্গনে বিভিন্ন বিধি-নিষেধ আরোপীত রয়েছে। সেখানে জনসমক্ষে কোন নারীর বেপর্দা চলাফেরা একেবারেই নিষিদ্ধ। ক্ষমতাশালী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিভিন্ন সংস্কার কার্যক্রমের মধ্যে এটি একটি। এর আগে তিনি সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন। যেটি কার্যকর হবে আগামী বছর জুন মাস থেকে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রকাশ করা জেনারেল স্পোর্টস অথরিটির এক বার্তায় বলা হয়, ‘২০১৮ সালের শুরু থেকেই রিয়াদ, জেদ্দা ও দাম্মামের স্টেডিয়ামে নারী দর্শকদের জন্য আসন সংরক্ষণের কাজ দ্রুত এগিয়ে চলেছে।’ এ জন্য স্টেডিয়ামে ভেতর রেস্টুরেন্ট, ক্যাফে ও মনিটর স্ক্রিন স্থাপনের কাজ চলছে বলে উল্লেখ করেন কর্তৃপক্ষ।

গত মাসে সৌদি আরবের জাতীয় দিবস উদযাপন উপলক্ষে একটি ফুটবল ম্যাচ উপভোগ করার জন্য রিয়াদের স্টেডিয়ামে শতশত নারী দর্শককে প্রবেশের অনুমতি দেয়া হয়েছিল। দেশটির অভিভাবকত্ব নীতির আওতায় সেখানে একজন নারীর লেখাপড়া, ভ্রমন এবং অন্যান্য কার্যক্রমের জন্য তার পরিবারের পুরুষ সদস্য পিতা, স্বামী কিংবা ভাইয়ের অনুমতি নেয়ার প্রয়োজন রয়েছে।

কিন্তু ভিশন ২০৩০ পরিকল্পনার আওতায় কট্টর রক্ষনশীল এই দেশটিতে অনেক বিষয়েই ছাড় দেয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে সামাজিক সংস্কার। এমনকি নারীদের কর্মসংস্থানের বিষয়েও এতে জোর দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে শপিংমলে আগুন, ৫ জনের মৃত্যু

এবার স্টেডিয়ামে খেলা দেখার অনুমতি পেলো সৌদি নারীরা

আপডেট সময় ০৪:৫১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আগামী বছর থেকে স্টেডিয়ামে গিয়ে বিভিন্ন খেলাধুলা উপভোগ করতে পারবেন সৌদি নারীরা। রোববার যুগান্তকারী এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে সৌদি কর্তৃপক্ষ। অতীতে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি ছিল না কোনো নারীর।

নারীদের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে রক্ষনশীল এই দেশে দীর্ঘ সময় ধরে ক্রীড়াঙ্গনে বিভিন্ন বিধি-নিষেধ আরোপীত রয়েছে। সেখানে জনসমক্ষে কোন নারীর বেপর্দা চলাফেরা একেবারেই নিষিদ্ধ। ক্ষমতাশালী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিভিন্ন সংস্কার কার্যক্রমের মধ্যে এটি একটি। এর আগে তিনি সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন। যেটি কার্যকর হবে আগামী বছর জুন মাস থেকে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রকাশ করা জেনারেল স্পোর্টস অথরিটির এক বার্তায় বলা হয়, ‘২০১৮ সালের শুরু থেকেই রিয়াদ, জেদ্দা ও দাম্মামের স্টেডিয়ামে নারী দর্শকদের জন্য আসন সংরক্ষণের কাজ দ্রুত এগিয়ে চলেছে।’ এ জন্য স্টেডিয়ামে ভেতর রেস্টুরেন্ট, ক্যাফে ও মনিটর স্ক্রিন স্থাপনের কাজ চলছে বলে উল্লেখ করেন কর্তৃপক্ষ।

গত মাসে সৌদি আরবের জাতীয় দিবস উদযাপন উপলক্ষে একটি ফুটবল ম্যাচ উপভোগ করার জন্য রিয়াদের স্টেডিয়ামে শতশত নারী দর্শককে প্রবেশের অনুমতি দেয়া হয়েছিল। দেশটির অভিভাবকত্ব নীতির আওতায় সেখানে একজন নারীর লেখাপড়া, ভ্রমন এবং অন্যান্য কার্যক্রমের জন্য তার পরিবারের পুরুষ সদস্য পিতা, স্বামী কিংবা ভাইয়ের অনুমতি নেয়ার প্রয়োজন রয়েছে।

কিন্তু ভিশন ২০৩০ পরিকল্পনার আওতায় কট্টর রক্ষনশীল এই দেশটিতে অনেক বিষয়েই ছাড় দেয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে সামাজিক সংস্কার। এমনকি নারীদের কর্মসংস্থানের বিষয়েও এতে জোর দেয়া হয়েছে।