অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ত্রাণের গাড়ি কই? আপনি কত ত্রাণ দিবেন? অথচ আপনার কারণে শত শত ত্রাণের গাড়ি যেতে পারছে না। এটা কোনো দায়িত্বশীলতার পরিচয়, সেটা আমি জানতে চাই। রোববার বিকেলে তেজগাঁ ট্রাক স্ট্যান্ডে নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, খালেদা জিয়া নাকি অসুস্থ। অসুস্থতা নিয়ে সড়কে বের হয়ে যানজট তৈরি করে আপনি দায়িত্বশীলতার পরিচয় দেননি। কি দরকার ছিল আপনার ত্রাণ দিতে যাওয়ার? এছাড়া খালেদা জিয়া রোহিঙ্গাদের ত্রাণ দেওয়ার নামে ঢাকা, কক্সবাজার, চট্টগ্রাম সড়ক ৭ দিনের জন্য অচল করে দিয়েছেন। এত গাড়ি, যানজটে মহাসড়ক অচল হয়ে গেছে।
তিনি আরো বলেন, বিএনপির সাধারণ সম্পাদক বলেছেন- সরকার তার নেত্রীর জনপ্রিয়তায় ইর্ষান্বিত। অথচ ঢাকা-চট্টগ্রামের কোথাও ৫ হাজার লোকের সমাবেশও হয়নি। জনগণ না থাকলে জনপ্রিয়তা আসবে কোথা থেকে? এছাড়া চকরিয়া সার্কিট হাউজে আমি বলে দিয়েছি তার থাকা-খাওয়ার সমস্যা হলে ব্যবস্থা করতে। আমরা কাউকে অসম্মান করতে চাই না। তার খোঁজ আমি রাখছি, কিছুক্ষণ পরেই তিনি কক্সবাজার পৌঁছে যাবেন।
আকাশ নিউজ ডেস্ক 






















