ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে: সিইসি ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে ওসমান হাদির পরিবার ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক : রিজভী নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান

তাজমহলে নমাজ নিষিদ্ধের দাবি আরএসএসের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের জনপ্রিয় পর্যটন কেন্দ্র তাজমহল নিয়ে বিতর্ক থামছেই না। কিছুদিন আগে এক বিজেপি নেতা তাজমহলের নাম পরিবর্তন করে তাজমন্দির করার দাবি জানান।

এবার তাজমহল চত্বরে নমাজ বন্ধের দাবি তুলল সঙ্ঘের শাখা সংগঠন অখিল ভারতীয় ইতিহাস সংকলন সমিতি। তাদের দাবি, তাজমহল চত্বরে হয় শিবস্তোত্র পড়তে দেয়া হোক, অথবা নামাজ পড়া বন্ধ করা হোক।

ড. বালমুকুন্দ পান্ডে নামে ওই সংগঠনের এক কর্তা শুক্রবার বলেন, তাজ আমাদের জাতীয় সম্পদ। তাহলে কেন ধর্মীয় কারণে তাজ ব্যবহার হবে? এখনে নমাজ পড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা উচিত। প্রসঙ্গত, তাজমহলের গা ঘেঁষেই রয়েছে মসজিদ। তাই জুম্মার নমাজ পড়তে প্রতি শুক্রবার তাজমহল চত্বরে জমা হন প্রচুর মানুষ। সেদিন পর্যটকদের জন্য বন্ধ রাখা হয় তাজ।

এই প্রসঙ্গে মসজিদের ইমাম বলেন, সমাধির ওপর শিবস্তোত্র পাঠ করা যায় না। বরং কথা বলে একটা সমাধানের পথ খোঁজা উচিত। কয়েকদিন আগে, তাজমহল চত্বরে জোর করে ঢুকে শিবস্তোত্র পাঠ করেছিল যোগী আদিত্যনাথের হাতে তৈরি, ‘হিন্দু যুবা বাহিনী’র সদস্যরা।

বিজেপি নেতা বিনয় কাটিয়ার তাদের সমর্থনে বলেছিলেন, আজ যেখানে তাজ, সেখানে আসলে শিবমন্দির ছিল। ফলে এর নাম বদলে তাজমন্দির করে দেয়া হোক।

তবে জানা গেছে, দেশের পর্যটন মানচিত্রের অন্যতম আকর্ষণ তাজ নিয়ে জলঘোলা মোটেই পছন্দ করছে না মোদি সরকার। কেন্দ্রের ইঙ্গিতে পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবারই তাজ ঘুরে গেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। আর পরের দিনই তাজমহলে নমাজ নিষেধাজ্ঞার দাবি বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢালল বলেই মনে করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাজমহলে নমাজ নিষিদ্ধের দাবি আরএসএসের

আপডেট সময় ১২:৪২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের জনপ্রিয় পর্যটন কেন্দ্র তাজমহল নিয়ে বিতর্ক থামছেই না। কিছুদিন আগে এক বিজেপি নেতা তাজমহলের নাম পরিবর্তন করে তাজমন্দির করার দাবি জানান।

এবার তাজমহল চত্বরে নমাজ বন্ধের দাবি তুলল সঙ্ঘের শাখা সংগঠন অখিল ভারতীয় ইতিহাস সংকলন সমিতি। তাদের দাবি, তাজমহল চত্বরে হয় শিবস্তোত্র পড়তে দেয়া হোক, অথবা নামাজ পড়া বন্ধ করা হোক।

ড. বালমুকুন্দ পান্ডে নামে ওই সংগঠনের এক কর্তা শুক্রবার বলেন, তাজ আমাদের জাতীয় সম্পদ। তাহলে কেন ধর্মীয় কারণে তাজ ব্যবহার হবে? এখনে নমাজ পড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা উচিত। প্রসঙ্গত, তাজমহলের গা ঘেঁষেই রয়েছে মসজিদ। তাই জুম্মার নমাজ পড়তে প্রতি শুক্রবার তাজমহল চত্বরে জমা হন প্রচুর মানুষ। সেদিন পর্যটকদের জন্য বন্ধ রাখা হয় তাজ।

এই প্রসঙ্গে মসজিদের ইমাম বলেন, সমাধির ওপর শিবস্তোত্র পাঠ করা যায় না। বরং কথা বলে একটা সমাধানের পথ খোঁজা উচিত। কয়েকদিন আগে, তাজমহল চত্বরে জোর করে ঢুকে শিবস্তোত্র পাঠ করেছিল যোগী আদিত্যনাথের হাতে তৈরি, ‘হিন্দু যুবা বাহিনী’র সদস্যরা।

বিজেপি নেতা বিনয় কাটিয়ার তাদের সমর্থনে বলেছিলেন, আজ যেখানে তাজ, সেখানে আসলে শিবমন্দির ছিল। ফলে এর নাম বদলে তাজমন্দির করে দেয়া হোক।

তবে জানা গেছে, দেশের পর্যটন মানচিত্রের অন্যতম আকর্ষণ তাজ নিয়ে জলঘোলা মোটেই পছন্দ করছে না মোদি সরকার। কেন্দ্রের ইঙ্গিতে পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবারই তাজ ঘুরে গেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। আর পরের দিনই তাজমহলে নমাজ নিষেধাজ্ঞার দাবি বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢালল বলেই মনে করা হচ্ছে।